শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

  যশোরের আলো
১৫৩

অস্ত্র জমা দিয়ে সংঘাত ছাড়লেন ভাঙ্গার কয়েক হাজার গ্রামবাসী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২১  

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের পাথরাইল ও কালামৃধা ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের কয়েক হাজার জনগণ দীর্ঘদিনের সংঘাত ছেড়ে পুলিশের কাছে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জমা দিয়েছেন।

শনিবার (১০ এপ্রিল) বিকেল ৩টার দিকে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনের অনুরোধে এবং ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামানের নির্দেশে স্থানীয় আজিমনগর ইউনিয়ন পরিষদ চত্বরে ঢাল, কাতরা, বল্লম, টেঁটাসহ প্রায় শতাধিক দেশীয় অস্ত্র তারা ভাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএস হাবিবুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান শাহাদাত হোসেন, ভাঙ্গা থানার ওসি সৈয়দ লুৎফর রহমান, এস.আই আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যানরাসহ সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ প্রসঙ্গে সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন গ্রামবাসীকে ধন্যবাদ জানিয়ে বলেন, এতে যুগ যুগ ধরে চলা এলাকার দীর্ঘদিনের রক্তক্ষয়ী সংঘর্ষের অবসান হলো।

  যশোরের আলো
  যশোরের আলো
এই বিভাগের আরো খবর