বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০   ১৮ রমজান ১৪৪৫

  যশোরের আলো
২৩৪

আইয়ুব বাচ্চুর গান এবার সরকারি উদ্যোগে সংরক্ষণ

বিনোদন ডেস্ক:

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২০  

কিংবদন্তি গিটারিস্ট ও ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর তুমুল জনপ্রিয় গান ‘রূপালি গিটার’। রূপালি গিটার ছেড়ে বহুদূর চলে গিয়েছেন তিনি। তবে তার শোক আজও বয়ে বেড়াচ্ছে তার ভক্তকুল। 

এবার আইয়ুব ভক্তদের জন্য এলো দারুণ খবর। তার গান এবার সরকারিভাবে সংরক্ষণের জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে। কপিরাইট রেজিস্টার জাফর রাজা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর মধ্য দিয়ে প্রথমবারের মতো বাংলাদেশের কোনো শিল্পীর গান সংরক্ষণ করা হচ্ছে সরকারি উদ্যোগে। বিষয়টিকে সংগীতের মানুষেরা সাধুবাদ জানিয়েছেন।

জাফর রাজা চৌধুরী বলেন, বাংলাদেশ কপিরাইট অফিসের উদ্যোগে আইয়ুব বাচ্চু স্মরণে একটি ওয়েবসাইট (www.abkitchen.com) খোলা হয়েছে। এখানে প্রাথমিকভাবে উনার ২৭২টি গান সংরক্ষিত আছে। পাশাপাশি আইয়ুব বাচ্চুর নামে ইউটিউব চ্যানেলও খোলা হয়েছে।

কিংবদন্তি আইয়ুব বাচ্চুর প্রতি সম্মান জানিয়ে এবং তার গানকে প্রজন্ম থেকে প্রজন্মে জিইয়ে রাখতে এই উদ্যোগ নেয়া হয়েছে। ভবিষ্যতে আরো অন্যান্য কিংবদন্তি শিল্পীদের গান সংরক্ষণের পরিকল্পনাও করছে সরকার।

  যশোরের আলো
  যশোরের আলো
এই বিভাগের আরো খবর