শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৫ ১৪৩১   ০৯ শাওয়াল ১৪৪৫

  যশোরের আলো
সর্বশেষ:
পর্যটন শিল্পের বিকাশে কুয়াকাটায় বিমানবন্দর নির্মাণের উদ্যোগ একীভূত হচ্ছে যশোরের ১৬টি সরকারি বিদ্যালয় অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিতে পরিকল্পিত শিল্পায়ন করতে হবে ফের আশা জাগাচ্ছে লালদিয়া চর কনটেইনার টার্মিনাল দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর এক সফটওয়্যারের আওতায় সব সরকারি চাকরিজীবী
২৯৯

পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে মাঠে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক

নিউজ ডেস্ক:

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২০  

পেয়াজের বাজার নিয়ন্ত্রণে রাখতে অভিযান শুরু করেছে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১০টায় জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম সরকার শহরের কাঁচাবাজারে হঠাৎ করে হাজির হন।

এ সময় জেলা প্রশাসক বলেন, ‘বাজারে বর্তমানে পেঁয়াজের কোনো সংকট নেই। পাইকারি বিক্রেতারা কেজিতে দুই থেকে তিনটাকা লাভে বিক্রি করছেন। খুচরা বাজারেও খুব বেশি দাম নেওয়া হচ্ছে না। তবে, শিগগিরই পেঁয়াজের মূল্য কমে যাবে।’

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ ইয়া খান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ, জেলা মার্কেটিং অফিসার শহিদুল ইসলাম ও এনডিসি আমজাদ হোসেন এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন। 

  যশোরের আলো
  যশোরের আলো
এই বিভাগের আরো খবর