শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

  যশোরের আলো
৬০০

‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশকে আরো এগিয়ে নিতে হবে’

নিউজ ডেস্ক:

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২০  

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, আরো এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি সুপরিকল্পনা নিয়ে রাজনীতি করেন বলেই আজকে দেশ উন্নয়নের মহাসড়কে। আগামী ২০২১ সালের আগেই শেখ হাসিনার নেতৃত্বে দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে বলে জানিয়েছেন কেশবপুর (যশোর-৬) সংসদীয় আসনে সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার।

রোববার (১১ অক্টোবর) কেশবপুর উপজেলার মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাহীন চাকলাদার বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে। এ জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ দাবায়ে রাখতে পারবে না। দলীয় কর্মকাণ্ড চলবে সংগঠনের নিময়ানুযায়ী। সংগঠন যত শক্তিশালী হবে, সরকারও তত শক্তিশালী হবে।

মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিয়ার রহমান পিরোর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী গোলাম সরোয়ারের পরিচালনায় প্রতাপপুর নিভারানী মাধ্যমিক বিদ্যালয় মাঠে উক্ত কর্মী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা ও কেশবপুর পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র রফিকুল ইসলাম। 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কার্ত্তিক চন্দ্র সাহা, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল গফফার, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আবু সাঈদ লাভলু, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাজী আজাহারুল ইসলাম মানিক, মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল হালিম প্রমুখ।

প্রধান অতিথি এমপি শাহীন চাকলাদার কেশবপুরে শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের বাস্তবায়নে প্রধান অতিথি হিসাবে ১ কোটি ৬ লাখ টাকা ব্যায়ে প্রতাপপুর নিভারানী মাধ্যমিক বিদ্যালয়ের নব-নির্মিত দ্বিতল ভবন উদ্বোধন করেন।

পরে তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যশোর জেলা ইউনিটের উদ্যোগে ঘুর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ ৩২৩টি পরিবারের মাঝে প্রধান অতিথি হিসাবে সাড়ে ১৪ লাখ টাকা ও সবজী বীজ বিতরণ করেন।

  যশোরের আলো
  যশোরের আলো
এই বিভাগের আরো খবর