শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

  যশোরের আলো
৩২৭

যশোরে আরও ৫২ ব্যক্তি করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৯ জুলাই ২০২০  

যশোরে নতুনভাবে আরও ৫২ ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। বুধবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) জেনোম সেন্টার থেকে আসা যশোর জেলার ১৬৮টি নমুনা পরীক্ষার রিপোর্টে ৫৪টির করোনা পজেটিভ এসেছে। এর মধ্যে ৫২টি নতুন।

বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পরীক্ষণ দলের সদস্য তানভীর ইসলাম জানান, মঙ্গলবার তাদের ল্যাবে তিন জেলার ২৪৬টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৮৭টি পজেটিভ ফল আসে। যার মধ্যে যশোর জেলার ৫৪টি রয়েছে।

এছাড়া মাগুরার ৩৯টি নমুনা পরীক্ষায় ২৪টি এবং সাতক্ষীরার ৩৯টি নমুনার মধ্যে নয়টির করোনা পজেটিভ রিপোর্ট আসে।

যশোর জেলার সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা রেহেনেওয়াজ জানান, বুধবার পাওয়া ৫৪টি পজেটিভ রেজাল্টের মধ্যে নতুন নমুনা রয়েছে ৫২টি। বাকী দুটি ফলোআপ। এ নিয়ে এ পর্যন্ত যশোরে ১ হাজার ৭৮৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৪ জনের। আর সুস্থ হয়েছেন ৯৬৯ জন।

  যশোরের আলো
  যশোরের আলো
এই বিভাগের আরো খবর