শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

  যশোরের আলো
১৭৩

সবজিতে ভরে উঠেছে যশোরের বাজার, ক্রেতামহলে স্বস্তি

প্রকাশিত: ৪ জানুয়ারি ২০২৩  

যশোর জেলার ৮ উপজেলার হাট-বাজার এখন শীতকালীন সবজিতে ভরপুর। ইতোমধ্যে বিভিন্ন প্রকার সবজির দাম কমে নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতাদের নাগালের মধ্যে এসেছে।সবজির দাম কমে যাওয়ায় স্বস্তিতে কেনাকাটা করতে পারছেন জেলার নিম্নবিত্ত, মধ্যবিত্তসহ সকল শ্রেণীর ক্রেতারা। 

জেলা শহরের বড় বাজারসহ বিভিন্ন উপজেলার হাট-বাজারে খোঁজখবর নিয়ে জানা গেছে,বর্তমানে খুচরা বাজারে প্রতি কেজি ফুল কপি ১০-১৫ টাকা দরে,বাঁধা কপি প্রতি কেজি ১০-১২ টাকা দরে, প্রতি কেজি শিম ২০ টাকা দরে, বেগুন প্রতি কেজি ১৫-২০টাকা দরে, পালংশাক প্রতি কেজি ১৫-২০ টাকা দরে, টমেটো প্রতি কেজি ২০টাকা দরে,ওলকপি প্রতিকেজি ১০-১৫ টাকা দরে।

সেই সঙ্গে লাল শাক ও সবুজ শাক প্রতিকেজি ১৫-২০ টাকা দরে, মুলা প্রতিকেজি ২০ টাকা দরে, লাউ সাইজ ভেদে প্রতিটি ২০-২৫ টাকা দরে, নতুন আলু প্রতিকেজি ২০-২৫ টাকা দরে,পেঁয়াজের কালি প্রতি কেজি ১০-১৫ টাকা দরে, মিষ্টি কুমড়া প্রতিকেজি ২৫-৩০টাকা দরে, বরবটি প্রতি কেজি ২৫ টাকা দরে, গাজর প্রতি কেজি ৪০টাকা দরে, কাচা মরিচ প্রতি কেজি ৬০টাকা দরে, নতুন পেঁয়াজ প্রতি কেজি ৩০টাকা দরে বিক্রি হচ্ছে।

দাম নিয়ে বেশ স্বস্তিতে রয়েছেন ভোক্তারা। ক্রেতারা বাজার থেকে হাসি মুখে ফিরছেন বাড়িতে। তাজা তাজা সবজি অল্প দামে কেনায় খাবারের পাতে থাকছে বৈচিত্র্য।

  যশোরের আলো
  যশোরের আলো
এই বিভাগের আরো খবর