শনিবার   ১০ জুন ২০২৩   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩০   ২১ জ্বিলকদ ১৪৪৪

  যশোরের আলো
সর্বশেষ:
লোডশেডিং কমাতে বাড়ছে বিদ্যুৎ আমদানি ও উৎপাদন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষা ব্যবস্থা পিছিয়ে থাকবে না স্কুলে গিয়ে ৬১ বছর আগের বকেয়া বেতন পরিশোধ করলেন সোহরাব যশোরে পাওয়া যাচ্ছে না চার্জার ফ্যান প্রথমবারের মতো টাকায় বিদেশি ঋণ পরিশোধ
২০২৬

অবিবাহিত হয়েও মা হচ্ছেন স্পর্শিয়া

প্রকাশিত: ২৫ মার্চ ২০২৩  

সময়ের জনপ্রিয় অভিনেত্রী স্পর্শিয়া। রাফসান আহসানের সঙ্গে ২০১৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। কিন্তু পরে ২০১৭ সালে আলাদা হয়ে যান যান তারা। এরপরে একাই সিঙ্গেল জীবন কাটাচ্ছেন অভিনেত্রী।

এদিকে হালের জনপ্রিয় এই অভিনেত্রী দিন দিন যেন কাজে আরো বেশি মনোযোগী হচ্ছেন। সংখ্যার চেয়ে মানে গুরুত্ব দিয়ে এগোচ্ছেন। তাই সিনেমা কিংবা টিভি নাটকেও তাকে খুব যত্ন করে কাজ করতে দেখা যায় তাকে।

এরই ধারাবাহিকতায় ‘মায়ের বিয়ে’ নামের একটি নাটকে অভিনয় করেছেন স্পর্শিয়া। যে নাটকে তাকে মায়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। এটি রচনা করেছেন আল আমিন স্বপন ও পরিচালনা করেছেন মামুন আব্দুল্লাহ।  

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে স্পর্শিয়া বলেন, নাটকের গল্প ও আমার চরিত্রটি একেবারই ভিন্ন। এমন চরিত্রে আগে কখনো কাজ করিনি। এ নাটকে আমাকে মায়ের চরিত্রে দেখা যাবে। খুব যত্ন নিয়ে অভিনয় করেছি। আশা করি দর্শকদের ভালো লাগবে।

জানা গেছে, ‘মায়ের বিয়ে’ নাটকটি আসছে ঈদুল ফিতরের ঈদের আয়োজনে প্রচার হবে।

  যশোরের আলো
  যশোরের আলো
এই বিভাগের আরো খবর