সোমবার   ০২ অক্টোবর ২০২৩   আশ্বিন ১৬ ১৪৩০   ১৭ রবিউল আউয়াল ১৪৪৫

  যশোরের আলো
সর্বশেষ:
যশোরে আমনের সবুজ ধানক্ষেতে স্বপ্ন বুনছেন কৃষকরা চৌগাছায় পেঁয়াজ বীজ পেলেন ১৭০ কৃষক রেল নেটওয়ার্কে যুক্ত হচ্ছে কক্সবাজার ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর ১৫০ কোটি ডলার ঋণ দিচ্ছে জাপান চুক্তি স্বাক্ষর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার কোনো যৌক্তিকতা নেই
৩৫৯

আইপিএলে প্লে-অফে যে চার দল, দেখে নিন সূচি

প্রকাশিত: ৯ অক্টোবর ২০২১  

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তিন দল প্লে-অফ নিশ্চিত নিশ্চিত করেছিল আগেই। 

চতুর্থ দল হিসেবে কলকাতা নাইট রাইডার্সের অপেক্ষা ছিল মুম্বাই বনাম হায়দরাবাদের ম্যাচটির জন্য। 

গাণিতিক হিসেবে টিকে ছিলো বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানসের সম্ভাবনা।  প্রথমে টস জিততে হবে মুম্বাইকে। এরপর আগে ব্যাট করে ১৭১ রানের বিশাল ব্যবধানে জয় পেলেই কেকেআরকে হটিয়ে শেষ চারে খেলা নিশ্চিত হবে। 

টস জয় ও ম্যাচ জয় দুটোতেই সফল হলেও হায়দরাবাদকে ৬৫ রানের মধ্যে বেধে ফেলতে পারেননি রোহিত শর্মা ও তার দল।  

ফলে পয়েন্ট সমান সমান ১৪ হলেও ঝড়ে পড়তে হয়েছে মুম্বাইকে। নেট রানরেটের হিসেবে মুম্বাইকে পেছনে ফেলে সাকিবের কলকাতাই পেয়েছে প্লে-অফের টিকিট।

প্রথম পর্বের ১৪ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে সবার ওপরে দিল্লি ক্যাপিট্যালস। সমান ১৮ পয়েন্ট করে রয়েছে দুই দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংসের।  তবে নেট রানরেটে এগিয়ে থাকায় দুই নম্বরে চেন্নাই আর তিনে ব্যাঙ্গালুরু।  আর মুম্বাইয়ের সমান ১৪ পয়েন্ট নিয়েও চার নম্বর জায়গা দখল করেছে কলকাতা।

রোববার থেকে শুরু হবে প্লে-অফ রাউন্ড। যেখানে কোয়ালিফায়ার-১ ম্যাচে মুখোমুখি হবে টেবিলের শীর্ষে থাকা দুই দল চেন্নাই ও দিল্লি। পরদিন এলিমিনেটর ম্যাচে লড়বে তিনে থাকা ব্যাঙ্গালুরু ও চার নম্বরে থাকা কলকাতা। 

কোয়ালিফায়ার-১ ম্যাচের জয়ী দল সরাসরি চলে যাবে ফাইনালে। হেরে যাওয়া দলটি বাদ পড়বে না। তারা অপেক্ষায় থাকবে এলিমিনেটর ম্যাচের জয়ী দলের। এ দুই দলের মধ্যে হবে কোয়ালিফায়ার-২'র লড়াই হবে। সেই ম্যাচের জয়ী দল পাবে ফাইনালের দ্বিতীয় টিকিট। 

আগামী ১৫ অক্টোবর হবে এবারের আসরের ফাইনাল ম্যাচ।

আইপিএল প্লে-অফের সূচি

প্রথম কোয়ালিফায়ার
১০ অক্টোবর - দিল্লি ক্যাপিট্যালস বনাম চেন্নাই সুপার কিংস (রাত ৮টা)


এলিমিনেটর
১১ অক্টোবর - রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু বনাম কলকাতা নাইট রাইডার্স (রাত ৮টা)

দ্বিতীয় কোয়ালিফায়ার
১৩ অক্টোবর - এলিমিনেটর জয়ী বনাম প্রথম কোয়ালিফায়ার পরাজিত দল (রাত ৮টা)

ফাইনাল
১৫ অক্টোবর - প্রথম কোয়ালিফায়ার জয়ী বনাম দ্বিতীয় কোয়ালিফায়ার জয়ী (রাত ৮টা)

  যশোরের আলো
  যশোরের আলো
এই বিভাগের আরো খবর