শনিবার   ০২ ডিসেম্বর ২০২৩   অগ্রাহায়ণ ১৭ ১৪৩০   ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৫

  যশোরের আলো
সর্বশেষ:
নির্বাচন নিয়ে দেশি-বিদেশি নানা রকমের ষড়যন্ত্র চলছে’ যশোর-৪ আসন : আওয়ামী মনোনীত প্রার্থী এনামুল হকের বর্ধিত সভা নড়াইল-২ : মাশরাফির মনোনয়নপত্র জমা রোববার থেকে ফের ৪৮ ঘণ্টার অবরোধ বিএনপির ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, পদ সংখ্যা ৩১৪০ যশোর-৩ আসন : মনোনয়নপত্র জমা দিলেন এমপি নাবিল আহমেদ বাংলাদেশে মুক্তি পাচ্ছে না ‘অ্যানিমেল’
২৮১

আগাম শিম চাষ আশা দেখাচ্ছে ঝিকরগাছার কৃষকদের

প্রকাশিত: ৯ অক্টোবর ২০২২  

মৌসুম আসার আগেই আগাম শিম চাষ করে ভালো ফলন পেয়েছেন যশোরের ঝিকরগাছার কৃষকরা। এতে করে আগাম শিম আশার আলো দেখাচ্ছে ঝিকরগাছার কৃষকদের।

ঝিকরগাছার কৃষক আলমগীর হোসেন অসময়ে ১২ শতক জমিতে শিম চাষ করেছেন। প্রতি সপ্তাহে খেত থেকে ২ মণ করে শিম তুলছেন। খরচ বাদে এবার অন্তত দেড় লাখ টাকা লাভ হতে পারে বলে জানিয়েছেন এই কৃষক।

সরেজমিনে দেখা গেছে, খেতে শিমগাছে ফুল আর ফলে ভরা। গাছের চেহারা দেখে বোঝার উপায় নেই, এগুলো অসময়ে চাষ করা শিমের খেত। কৃষকরা বলছেন, গত মে মাসে শিমের বীজ রোপণ করা হয়। এসব চারা রোপণ, সেচ দেওয়া, সার প্রয়োগ, নিড়ানি, কীটনাশক ও মাচা তৈরিসহ ৭৫ দিনে মোট ৮ হাজার টাকা খরচ হয়েছে।

গাছের বয়স ৬০ দিন হলে শিম উত্তোলন শুরু হয়। প্রতি সপ্তাহে খেত থেকে ২ মণ করে শিম তোলার উপযোগী হয়। অসময়ের কারণে এ সবজি বেশ চড়া দামে বিক্রি হচ্ছে।  ১৩০ টাকা দরেও শিম বিক্রি হয়েছে

উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ বলেন, ‘শিম শীতকালীন সবজি। এটা অসময় চাষ করলে বেশি দাম পাওয়া যায়। কৃষকরা বর্তমানে আগাম সবজি চাষে বেশি লাভবান হচ্ছেন।’

  যশোরের আলো
  যশোরের আলো
এই বিভাগের আরো খবর