সোমবার   ০২ অক্টোবর ২০২৩   আশ্বিন ১৬ ১৪৩০   ১৭ রবিউল আউয়াল ১৪৪৫

  যশোরের আলো
সর্বশেষ:
যশোরে আমনের সবুজ ধানক্ষেতে স্বপ্ন বুনছেন কৃষকরা চৌগাছায় পেঁয়াজ বীজ পেলেন ১৭০ কৃষক রেল নেটওয়ার্কে যুক্ত হচ্ছে কক্সবাজার ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর ১৫০ কোটি ডলার ঋণ দিচ্ছে জাপান চুক্তি স্বাক্ষর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার কোনো যৌক্তিকতা নেই
৭৪০

আমাদের সংস্কৃতির একটি উল্লেখযোগ্য অংশ যাত্রাপালা

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০১৯  

এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী অরুণা বিশ্বাস। সিনেমায় আগের মতো নিয়মিত দেখা না গেলেও এ মাধ্যমে এখনও কাজ করছেন।

তবে নাটকে অভিনয় ও পরিচালনা নিয়ে ব্যস্ত তিনি। বর্তমান কর্মযজ্ঞ ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলেছেন তিনি

*বর্তমান ব্যস্ততা কী নিয়ে?

** অরুণা বিশ্বাস: অরুণ চৌধুরী পরিচালিত ‘মায়াবতী’ নামে একটি সিনেমার শুটিং শেষ করলাম। ঈদের জন্য নির্মিত দুটি শর্টফিল্মের শুটিংয়ের জন্য আজ নেপাল যাব। এ ছাড়া প্রচারচলতি ধারাবাহিক নাটকের শুটিং নিয়ে ব্যস্ততা রয়েছে। পাশাপাশি নতুন কয়েকটি সিনেমা নিয়েও কথা চলছে।

*এখন আগের মতো সিনেমায় আপনাকে দেখা যায় না, কেন?

** অরুণা বিশ্বাস: এখন তো আগের মতো সিনেমাও নির্মাণ হয় না। সম্প্রতি কয়েকটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছি। চরিত্র পছন্দ হয়নি বলে করিনি। তা ছাড়া এখন যে ধরনের সিনেমা হয় সেখানে সিনিয়রদের জন্য চরিত্র তৈরি করা হয় না। এটাও একটা কারণ। পাশাপাশি আরও কিছু সংকটে আবর্তিত সিনেমা ইন্ডাস্ট্রি।

*সেগুলো কী ধরনের?

** অরুণা বিশ্বাস: অল্প কয়েকজনকে নিয়ে পুরো সিনেমা শেষ করতে চান নির্মাতারা। একজন সিনিয়র শিল্পীকে সত্যিকার অর্থে কোন চরিত্রটা দেয়া উচিত এ বিষয়ে অনেকেরই ভাবনা নেই। বাজেট সমস্যাও প্রকট। অল্প বাজেটে তো ভালো সিনেমা হবে না। সবচেয়ে বড় কথা, একটি ভালো সিনেমা বানিয়ে কোথায় দেখাবে, এ নিয়েও দ্বিধা রয়েছে। এসব কারণে অনেকে অর্থলগ্নি করতে সাহস পায় না।

* এ থেকে উত্তরণের উপায় কী?

** অরুণা বিশ্বাস: উপায়ের কথা তো সবাই বলে, কিন্তু কিছুই তো হয় না। আমি মনে করি, সংশ্লিষ্ট সবাইকে সিনেমার প্রতি যত্নবান ও বড়দের প্রতি শ্রদ্ধাশীল হওয়া দরকার।

*নির্মাণও কমিয়ে দিয়েছেন। কারণ কী?

** অরুণা বিশ্বাস: কোনো কারণ নেই। ব্যক্তিগত ব্যস্ততার কারণে নির্মাণে সময় কম দেয়া হচ্ছে। তবে শিগগিরই কয়েকটি নাটক নির্মাণ করব। সমসাময়িক বিষয় নিয়ে তৈরি কয়েকটি গল্প হাতে আছে। সময় বুঝে কাজ শুরু করব।

*আপনি তো সারা দেশে যাত্রাপালা শুরু করার কথা বলেছিলেন। কতদূর এগিয়েছেন?

** অরুণা বিশ্বাস: কাজ করছি। এটা আমার দীর্ঘদিনের পরিকল্পনা। আমাদের সংস্কৃতির একটি উল্লেখযোগ্য অংশ যাত্রাপালা। এটা আবারও সারা দেশে চালু করব। শিগগিরই আমার এলাকা মানিকগঞ্জ থেকেই প্রথম যাত্রাপালা শুরু করব।

  যশোরের আলো
  যশোরের আলো
এই বিভাগের আরো খবর