সোমবার   ০২ অক্টোবর ২০২৩   আশ্বিন ১৬ ১৪৩০   ১৭ রবিউল আউয়াল ১৪৪৫

  যশোরের আলো
সর্বশেষ:
যশোরে আমনের সবুজ ধানক্ষেতে স্বপ্ন বুনছেন কৃষকরা চৌগাছায় পেঁয়াজ বীজ পেলেন ১৭০ কৃষক রেল নেটওয়ার্কে যুক্ত হচ্ছে কক্সবাজার ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর ১৫০ কোটি ডলার ঋণ দিচ্ছে জাপান চুক্তি স্বাক্ষর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার কোনো যৌক্তিকতা নেই
৪৭

‘আমি মোটেও নারীবিদ্বেষী না’

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৩  

সদ্য সমাপ্ত এশিয়া কাপে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলে তানজিম হাসান সাকিবের অভিষেক হয়। অভিষেকেই অপরাজিত ১৪ রান আর ২ উইকেটে সবার নজর কাড়েন তিনি। শেষ ওভারে প্রবল চাপের মুখে দারুণ বোলিংয়ে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন এ পেসার।

এমন দারুণ নৈপুণ্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থকদের প্রশংসার জোয়ারে ভাসছিলেন সাকিব। কিন্তু সব ছাপিয়ে ২০ বছর বয়সী তরুণ এই পেসারের পুরনো কিছু ফেসবুক পোস্ট ভাইরাল হয়ে যায়। যার ফলে শুরু হয় বিতর্ক।

এসব নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে আলোচনা-সমালোচনার মাঝে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস সোমবার বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। আমরা ওর সঙ্গে কথা বলছি। কথা বলে নিই, তারপর জানাব।’

এ বিষয়ে বিসিবির কাছে দুঃখ প্রকাশ করেছেন সাকিব। তিনি বলেছেন, ‘আমি মোটেও নারীবিদ্বেষী না। কাউকে আঘাত করার জন্য ফেসবুকে পোস্ট করিনি। এতে কেউ কষ্ট পেলে দুঃখিত।’

  যশোরের আলো
  যশোরের আলো
এই বিভাগের আরো খবর