শনিবার   ১০ জুন ২০২৩   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩০   ২০ জ্বিলকদ ১৪৪৪

  যশোরের আলো
সর্বশেষ:
লোডশেডিং কমাতে বাড়ছে বিদ্যুৎ আমদানি ও উৎপাদন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষা ব্যবস্থা পিছিয়ে থাকবে না স্কুলে গিয়ে ৬১ বছর আগের বকেয়া বেতন পরিশোধ করলেন সোহরাব যশোরে পাওয়া যাচ্ছে না চার্জার ফ্যান প্রথমবারের মতো টাকায় বিদেশি ঋণ পরিশোধ
৩০

এবার এলো উবার টিনস একাউন্ট

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮ মে ২০২৩  

কিশোর-কিশোরী বা অল্পবয়স্করাও এখন উবারে অ্যাকাউন্ট খুলতে পারবে। তবে অ্যাকাউন্টটি তাদের বাবা-মায়ের অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত করে নিতে হবে। কারো বয়স ১৩-১৭ হলেই এই মাইনর অ্যাকাউন্ট খুলে নেওয়া যাবে। কোম্পানির অ্যানুয়াল প্রোডাক্ট ইভেন্টে এই নতুন সংবাদ পাওয়া গেছে। 

টিন অ্যাকাউন্ট মূলত ওই কিশোর-কিশোরির বাবা-মা নিয়ন্ত্রণ করতে পারবেন। তারা দেখতে পারবেন কখন রাইড রিকুয়েস্ট করা হয়েছে এবং তাদের সন্তান কোথায় যাচ্ছে। তাছাড়া কার অডিও রেকর্ডিং ফিচারের মাধ্যমেও এর সুবিধা নেয়া যাবে। বাবা-মা যেন সন্তানের ভ্রমণের সময় নিরাপদ আছে কি-না এ বিষয়ে নিশ্চিন্ত থাকতে পারবে। এর পেছনে অবশ্য ব্যবসায়ী কারণও আছে। 

একটি সমীক্ষায় দেখা গেছে, উবারে ক্রেডিট কার্ড ব্যবহারে যা আয় হয় তার ৯৪ শতাংশই ১৩-১৭ বছরের টিনেজারদের থেকে। তাছাড়া অল্পবয়সীদের রাইড দিয়ে দায় নেওয়ার বিষয়েও আর ঝামেলা থাকছে না। 

  যশোরের আলো
  যশোরের আলো