বুধবার   ২৭ সেপ্টেম্বর ২০২৩   আশ্বিন ১১ ১৪৩০   ১২ রবিউল আউয়াল ১৪৪৫

  যশোরের আলো
২৭

এস এম সুলতান নৌকাবাইচ প্রতিযোগিতা ১৪ অক্টোবর

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৩  

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নড়াইলের চিত্রানদীতে এসএম সুলতান নৌকা বাইচ প্রতিযোগিতা-২০২৩ আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের  সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী সভায় সভাপতিত্ব করেন। সভায় জানানো হয়, প্রতি বছরের ন্যায় এবারও বর্ণাঢ্য আয়োজনে চিত্রানদীতে এসএম সুলতান নৌকা বাইচ প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হবে। আশা করা যায়, এবছরও কমপক্ষে ২০টি আলাদা নারী ও পুরুষের মাঝিমাল্লার নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এবং দূরদূরান্ত থেকে আগত দর্শকরা নৌকা বাইচ দেখে আনন্দ উপভোগ করবেন।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দোলন মিয়া, নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, সদর উপজেলা  সহকারী কমিশনার (ভূমি) সেলিম আহমেদ ও নেজারত ডেপুটি কালেক্টরেট (এনডিসি) আছিফ উদ্দিন মিয়াসহ আরও অনেকে।

  যশোরের আলো
  যশোরের আলো
এই বিভাগের আরো খবর