সোমবার   ০২ অক্টোবর ২০২৩   আশ্বিন ১৬ ১৪৩০   ১৭ রবিউল আউয়াল ১৪৪৫

  যশোরের আলো
সর্বশেষ:
যশোরে আমনের সবুজ ধানক্ষেতে স্বপ্ন বুনছেন কৃষকরা চৌগাছায় পেঁয়াজ বীজ পেলেন ১৭০ কৃষক রেল নেটওয়ার্কে যুক্ত হচ্ছে কক্সবাজার ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর ১৫০ কোটি ডলার ঋণ দিচ্ছে জাপান চুক্তি স্বাক্ষর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার কোনো যৌক্তিকতা নেই
১৮২

কেশবপুরে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় জরিমানা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৩  

যশোরের কেশবপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ও মূল্য তালিকা না থাকায় চার প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অতিরিক্ত দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি করায় কেশবপুর শহরের মেসার্স গাজী মটরসের পরিচালক নাসির উদ্দীন গাজীকে ৫ হাজার, মেসার্স ইউনিক এন্টারপ্রাইজের এনামুল হোসেনকে ৫০০ এবং মূল্য তালিকা না থাকায় মেসার্স হায়াত এন্টারপ্রাইজের জিল্লুর রহমানকে ৫০০ ও মেসার্স মুন স্টার এন্টারপ্রাইজের আব্দুস সালামকে ভ্রাম্যমাণ আদালতে ৫০০ টাকা জরিমানা করা হয়। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন বলেন, ‘সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ও মূল্য তালিকা না থাকায় ওই ৪ প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করাসহ মালিকদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
 

  যশোরের আলো
  যশোরের আলো
এই বিভাগের আরো খবর