সোমবার   ০২ অক্টোবর ২০২৩   আশ্বিন ১৬ ১৪৩০   ১৭ রবিউল আউয়াল ১৪৪৫

  যশোরের আলো
সর্বশেষ:
যশোরে আমনের সবুজ ধানক্ষেতে স্বপ্ন বুনছেন কৃষকরা চৌগাছায় পেঁয়াজ বীজ পেলেন ১৭০ কৃষক রেল নেটওয়ার্কে যুক্ত হচ্ছে কক্সবাজার ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর ১৫০ কোটি ডলার ঋণ দিচ্ছে জাপান চুক্তি স্বাক্ষর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার কোনো যৌক্তিকতা নেই
১৩

ক্যারিবীয়দের ফেরার পথ জানালেন রোচ

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৩  

আগামী ৫ অক্টোবর ভারতের মাটিতে শুরু হবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। যেখানে ইতিহাসে প্রথমবারের দেখা যাবে না ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলকে। কেননা বিশ্বকাপ বাছাইপর্ব পেরোতে পারেনি দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

১৯৭৫ ও ১৯৭৯ বিশ্বকাপজয়ী উইন্ডিজরা ভারত বিশ্বকাপে অংশ নিতে পারছে না। আর তাতে হতাশ দেশটির হয়ে তিনবার বিশ্বকাপ খেলা পেসার কেমার রোচ। তার মতে, উইন্ডিজ ক্রিকেটকে ঠিক পথে ফিরিয়ে আনতে গেলে ‘অনেক কিছু’ করতে হবে।

উইজডেন ক্রিকেট উইকলি পডকাস্টকে কেমার রোচ বলেন, ‘আমি জানি, ছেলেরা এতে হতাশ। কিন্তু আমাদের ওখানে ক্রিকেটের উন্নতি করতে কী করতে হবে, এটিই আসলে তার অনেক কিছু বলে দেয়। সত্যি বলতে কী, আমাদের ক্রিকেটের মান ও অবকাঠামো তেমন ভালো নয়। অনেক কিছু করতে হবে।’

কেমার রোচ। ছবি- সংগৃহীত

কেমার রোচ। ছবি- সংগৃহীত

ক্যারিবীয়দের হয়ে ৯৫ ওয়ানডে খেলা রোচের কথায়, ‘সবাইকে বসতে হবে। সিরিয়াস আলোচনা করতে হবে এসব বাস্তবায়ন করতে গেলে। তবে শুধু কথা বললে হবে না, ক্যারিবীয় অঞ্চলে ক্রিকেটের উন্নতি করতে হলে কাজ করতে হবে। এটি (বিশ্বকাপে সুযোগ না পাওয়া) আসলে চোখ খুলে দেওয়ার মতো।’

উইন্ডিজ ক্রিকেটকে ফেরাতে যা করতে হবে, সেটিও জানিয়েছেন রোচ। তার মতে, ‘কাজগুলো তো সহজই। পিচের উন্নতি লাগবে। আমরা আমাদের ফাস্ট বোলারদের জন্য পরিচিত, আমাদের প্রজন্মের অনেক আগে থেকেই। এখানে অনেক মেধা আছে। তবে আমাদের অবকাঠামো নেই। এসব করার মতো পিচ নেই। ফলে উইন্ডিজ ক্রিকেটের প্রেসিডেন্ট বা নেতৃত্বে থাকলে অবশ্যই এটিই আমার প্রথম কাজ হতো।’

  যশোরের আলো
  যশোরের আলো
এই বিভাগের আরো খবর