শনিবার   ১০ জুন ২০২৩   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩০   ২০ জ্বিলকদ ১৪৪৪

  যশোরের আলো
সর্বশেষ:
লোডশেডিং কমাতে বাড়ছে বিদ্যুৎ আমদানি ও উৎপাদন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষা ব্যবস্থা পিছিয়ে থাকবে না স্কুলে গিয়ে ৬১ বছর আগের বকেয়া বেতন পরিশোধ করলেন সোহরাব যশোরে পাওয়া যাচ্ছে না চার্জার ফ্যান প্রথমবারের মতো টাকায় বিদেশি ঋণ পরিশোধ
২৯

গভীর রাতে শাবিপ্রবির ক্যানসার শনাক্তকরণ ল্যাবে অগ্নিকান্ড

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮ মে ২০২৩  

সিলেট গভীর রাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পদার্থবিজ্ঞান বিভাগের নিয়ন্ত্রাধীন ক্যানসার শনাক্তকরণ ‘নন লিনিয়ার অপটিক্স’ ল্যাবে আগুন লেগেছে। গতকাল মঙ্গলবার রাত পৌনে ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, রাত ২ টার দিকে গোলচ্ত্বরে আড্ডা দেওয়ার সময় হঠাৎ দেখি বিল্ডিংয়ের নিচতলায় জানালার দিক আগুন। বিষয়টি সঙ্গে সঙ্গে নিরাপত্তাকর্মীদের জানানো হয়। পরে তারা জানালার কাচ ভেঙে অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে দিয়ে আগুন নিভিয়ে ফেলেন। তবে ল্যাবের দরজায় ডিজিটাল লক থাকায় ভিতরে ঢুকা সম্ভব হয়নি। পরে কিছুক্ষণের মধ্যেই ফয়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

সরেজমিনে দেখা যায়, নন লিনিয়ার অপটিক্স ল্যাবটি দুই কক্ষ বিশিষ্ট। এতে সামনের কক্ষে কয়েকটি কম্পিউটার ডেস্ক, পেছনের কক্ষে ক্যানসার ডিটকশনের যন্ত্রপাতি রয়েছে। সামনের কক্ষে শীতাতাপ নিয়ন্ত্রিত একটি যন্ত্র অর্ধেক, একটি বৈদ্যুতিক বাতি ও কয়েকটি ক্যাবেল ও ডেস্ক পুড়ে গেছে। তবে পেছনের কক্ষে যন্ত্রপাতির কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

সিলেট জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. বেলাল হোসেন বলেন, ঘটনাটি খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে চলে আসি। এখন আগুন পুরোপুরো নিয়ন্ত্রণে আছে, পরিস্থিতিও ঝুঁকিমুক্ত রয়েছে। তবে ক্ষয়ক্ষতির বিষয়ে কিছুই উল্লেখ করেননি সিভিল ডিফেন্সের এ কর্মকর্তা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামরুজ্জামান চৌধুরী সাংবাদিকদের বলেন, নিরাপত্তাকর্মী ও ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। ক্ষয়ক্ষতির বিষয়টি এখন বলা যাচ্ছে না। সকালে বিভাগের শিক্ষক বা কর্মকর্তারা দেখে বলতে পারবেন।

পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. শাহ আলম বলেন, আমরা ইলেক্ট্রিশিয়ানদের সঙ্গে কথা বলেছি, তারা ধারণা করছে রাতে ঝড়ে বিদ্যুৎ আপ-ডাউন করার ল্যাবে থাকা এসি কিংবা টিউব লাইট ব্লাস্ট হয়ে আগুল লেগেছে। এতে আমাদের কিছু যন্ত্রপাতি নষ্ট হয়ে গেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তা অবহিত করেছি, তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আশা করছি দ্রুতই ল্যাবের কাজ শুরু করা যাবে।

প্রসঙ্গত, ২০১৮ সালে ড. জাফর ইকবালের সহধর্মিণী ও বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ড. ইয়সামিন হকের নেতৃত্বে একদল গবেষক কম খরচে এবং শরীরে কোনো ধরণের যন্ত্রাংশ ব্যবহার ছাড়াই খুব সহজেই ক্যানসার শনাক্তকরণ পদ্ধতির উদ্ভাবন করেছিলেন। তখন থেকেই এই ননলিনিয়ার অপটিকস ল্যাবটি ক্যান্সার শনাক্তকরণ ল্যাব হিসেবে ব্যবহার হয়ে আসছে। বর্তমানে পদর্থবিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা গবেষণার কাজে ল্যাবটি ব্যবহার করছেন বলে জানা যায়।

 

  যশোরের আলো
  যশোরের আলো
এই বিভাগের আরো খবর