সোমবার   ০২ অক্টোবর ২০২৩   আশ্বিন ১৬ ১৪৩০   ১৭ রবিউল আউয়াল ১৪৪৫

  যশোরের আলো
সর্বশেষ:
যশোরে আমনের সবুজ ধানক্ষেতে স্বপ্ন বুনছেন কৃষকরা চৌগাছায় পেঁয়াজ বীজ পেলেন ১৭০ কৃষক রেল নেটওয়ার্কে যুক্ত হচ্ছে কক্সবাজার ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর ১৫০ কোটি ডলার ঋণ দিচ্ছে জাপান চুক্তি স্বাক্ষর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার কোনো যৌক্তিকতা নেই
১৬৪

চৌগাছায় শ্রাব‌ণের বৃ‌ষ্টি‌তে স্ব‌স্তি ফি‌রে‌ছে আমন চাষী‌দের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৩  

চৌগাছায় শ্রাব‌ণের ঝির‌ঝি‌রে বর্ষায় কিছুটা হ‌লেও স্ব‌স্তি ফি‌রে‌ছে আমন চাষী‌দের মা‌ঝে। যার ফ‌লে ম‌নের আন‌ন্দে আমন ধা‌নের প‌রিচর্যা কর‌ছেন চাষীরা। ত‌বে এখনও পাট জাগ দেওয়ার মত পর্যাপ্ত বৃ‌ষ্টিপাত না হওয়ায় পাট চাষীরা হতাশায় দিন কাটা‌চ্ছে।

জানা যায়, চল‌তি আমন মৌসু‌মে চৌগাছা উপ‌জেলার ১১‌টি ইউ‌নিয়ন ও এক‌টি পৌরসভায় প্রায় বিশ হাজার হেক্টর জ‌মি‌তে আমন ধা‌নের চাষ হ‌য়ে‌ছে। এ বছর আষাঢ় মা‌সে পর্যাপ্ত বৃ‌ষিপাত না হওয়ায় আমন চা‌ষের প্রায় আ‌শি ভাগ জ‌মি‌তে সে‌চের মাধ‌্যমে ধান রোপন করা হয়। আষাঢ় শেষ হ‌য়ে শ্রাবণ মা‌সের শেষ পর্যা‌য়ে চ‌লে আস‌লেও আশানুরুপ বৃ‌ষ্টি না হওয়ায় সেচ কার্যক্রম চালু রাখ‌তে হয় চাষী‌দের‌কে। এমতাবস্থায় আমন উৎপাদ‌নে কৃষ‌কের বিঘা প্রতি খরচ কম‌প‌ক্ষে পাঁচ হাজার টাকা বাড়‌বে ব‌লে অভিজ্ঞরা মত প্রকাশ ক‌রেন। 

তারপ‌রেও আমন ধান পু‌রোপু‌রি সেচ নির্ভর হ‌লে ধান‌ক্ষে‌তে নানা রকম রোগ বালাই লে‌গেই থা‌কে। শ্রাবণ মা‌সে বৃ‌ষ্টি না হওয়ায় হতাশায় দিন কাটা‌চ্ছি‌লেন চাষীরা। হঠাৎ গত ক‌য়েক‌দিন ধ‌রে মুষলধা‌রে না হ‌লেও ঝির‌ঝির ক‌রে প্রতি‌দিনই প্রায় বৃ‌ষ্টি হ‌চ্ছে। যার ফ‌লে প্রায় দশ দিন যাবৎ সেচ পাম্পগু‌লো বন্ধ র‌য়ে‌ছে। কৃষ‌কেরা পু‌রোদ‌মে আমন ক্ষেত প‌রিচর্যা ক‌রে চ‌লে‌ছেন। 

জান‌তে চাইলে উপ‌জেলার সিংহঝু‌লি গ্রা‌মের সা‌বের আলী সরদার, সাইফুল ইসলাম, সামছুল হুদা দফাদার, ট‌নিরাজ খান, সাগর খান, ইছাহক আলী দফাদারসহ আরো অনেকে জানান, শ্রাব‌ণের যে বৃ‌ষ্টিটুকু হ‌চ্ছে তা‌তেই আমন ধা‌নের বেশ উপকার হ‌চ্ছে। উপ‌জেলার রামকৃষ্মপুর গ্রা‌মের আমন চাষী বাবুল আক্তার, নুরুল ইসলাম, আব্দুল ল‌তিফ প‌ন্ডিত জানান বর্তমা‌নে যে বৃ‌ষ্টিপাত হ‌য়ে‌ছে তাতেই মা‌ঠে আমন ধা‌নের চেহারা প‌রিবর্তন শ্রাবণে বৃ‌ষ্টি কম হ‌লেও প্রতি‌দিন বৃ‌ষ্টি হওয়া‌তে আমন ধা‌নের অবস্থা ভাল। 

চৌগাছা উপ‌জেলা কৃ‌ষি কর্মকর্তা মোসা‌ব্বির হুসাইন জানান, চল‌তি মওসু‌মে আষাঢ় মা‌সে বৃ‌ষ্টিপাত কম হওয়ায় আমন ধা‌নের চাষ নি‌য়ে আমরা দু:শ্চিন্তায় ছিলাম কিন্তু শ্রাব‌ণে হালকা বৃ‌ষ্টি আমা‌দের‌কে আশা‌ন্বিত ক‌রে‌ছে। বর্তমা‌নে চৌগাছা উপ‌জেলার মা‌ঠে মা‌ঠে ধা‌নের সবুজ চারা স্বপ্ন দেখা‌চ্ছে চাষী‌দের। চাষীরা যা‌তে নি‌র্বিঘ্নে তাদের ধান চাষ কর‌তে পা‌রে তার সকল ব‌্যবস্থা গ্রহণ কর‌বে সরকার। সার ও কিটনাশ‌কেরও কোন সংকট হ‌বে না ব‌লে তি‌নি আশ্বস্ত ক‌রেন।

  যশোরের আলো
  যশোরের আলো
এই বিভাগের আরো খবর