শনিবার   ১০ জুন ২০২৩   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩০   ২০ জ্বিলকদ ১৪৪৪

  যশোরের আলো
সর্বশেষ:
লোডশেডিং কমাতে বাড়ছে বিদ্যুৎ আমদানি ও উৎপাদন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষা ব্যবস্থা পিছিয়ে থাকবে না স্কুলে গিয়ে ৬১ বছর আগের বকেয়া বেতন পরিশোধ করলেন সোহরাব যশোরে পাওয়া যাচ্ছে না চার্জার ফ্যান প্রথমবারের মতো টাকায় বিদেশি ঋণ পরিশোধ
৬১

ঝিকরগাছায় কৃষকের দুশ্চিন্তা দূর করলো স্বেচ্ছাসেবকলীগ

প্রকাশিত: ১ মে ২০২৩  

কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির শঙ্কায় জমির পাকা ধান তোলা নিয়ে যখন চিন্তিত যশোরের ঝিকরগাছার কৃষকরা, তখন আশীর্বাদ হয়ে এসেছেন উপজেলার স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ’র নেতৃত্বে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দরা কৃষকের ক্ষেত থেকে ধান কেটে দিয়েছেন।

রবিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ৯টার সময় গদখালী ইউনিয়নের বামনআলী গ্রামের কৃষক শেখ নাসিমের এক বিঘা জমির বোরো ধান কেটে দিয়েছেন। এতে করে খুশি হয়েছেন ওই কৃষক।

কৃষক নাসিম জানান, কয়েকদিন ধরে ধানগুলা কাটার জন্য মানুষ খুঁজছিলাম। শ্রমিক সংকটের কারণে শ্রমিকেরা এখন মজুরি ৫০০-৮০০টাকা হারে দাবি করছে। এত টাকা কীভাবে দিবো সেই চিন্তায় ছিলাম। পরে স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ’র নেতৃত্বে আমার দুশ্চিন্ত দূর হল। আল্লাহ তাদেরকে সুস্থ্য রাখুক আমি এই দোয়া করছি।

উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পাকা ধান নিয়ে বিপদে থাকা কৃষকের পাশে আছে এবং থাকবে ঝিকরগাছা স্বেচ্ছাসেবকলীগ। আমাদের কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেসবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু ভাইয়ের আহ্বানে আমরা সাড়া দিয়ে এ কর্মসূচি পালন করছি। পালাক্রমে আমরা উপজেলার বিভিন্ন ইউনিয়নের থাকা অসহায় কৃষকদেরকে খুঁজে বের করে তাদের অনুমতিক্রমে আমাদের ধান কাটা কর্মসূচি অবহত থাকবে।

  যশোরের আলো
  যশোরের আলো
এই বিভাগের আরো খবর