সোমবার   ০২ অক্টোবর ২০২৩   আশ্বিন ১৬ ১৪৩০   ১৭ রবিউল আউয়াল ১৪৪৫

  যশোরের আলো
সর্বশেষ:
যশোরে আমনের সবুজ ধানক্ষেতে স্বপ্ন বুনছেন কৃষকরা চৌগাছায় পেঁয়াজ বীজ পেলেন ১৭০ কৃষক রেল নেটওয়ার্কে যুক্ত হচ্ছে কক্সবাজার ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর ১৫০ কোটি ডলার ঋণ দিচ্ছে জাপান চুক্তি স্বাক্ষর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার কোনো যৌক্তিকতা নেই
৪২৫

টিফিনের টাকা বাঁচিয়ে দেশজুড়ে গাছ লাগাচ্ছে লাল-সবুজ উন্নয়ন সংঘ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৮ জুন ২০২১  

টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ প্রতি বছর দেশজুড়ে এক লাখ বৃক্ষ রোপণ করে। এবারও এ কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি। এই কর্মসূচিতে গতকাল সংগঠনটি বৃক্ষ রোপণ করেছে যশোরের মণিরামপুরে।  

যশোরের মনিরামপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গাছের চারা রোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেছে টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ।

অনুষ্ঠানে লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শিকদার মতিয়ার রহমান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার দাশ, সিনিয়র শিক্ষক কার্তিক কুমার হালদার প্রমুখ।

সংগঠনের মনিরামপুর শাখার সভাপতি মারিয়া সুলতানা হিরার পরিচালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক গৌরব সাহা, সাংগঠনিক সম্পাদক অভি হাসান প্রমুখ।

  যশোরের আলো
  যশোরের আলো
এই বিভাগের আরো খবর