শনিবার   ০২ ডিসেম্বর ২০২৩   অগ্রাহায়ণ ১৭ ১৪৩০   ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৫

  যশোরের আলো
সর্বশেষ:
নির্বাচন নিয়ে দেশি-বিদেশি নানা রকমের ষড়যন্ত্র চলছে’ যশোর-৪ আসন : আওয়ামী মনোনীত প্রার্থী এনামুল হকের বর্ধিত সভা নড়াইল-২ : মাশরাফির মনোনয়নপত্র জমা রোববার থেকে ফের ৪৮ ঘণ্টার অবরোধ বিএনপির ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, পদ সংখ্যা ৩১৪০ যশোর-৩ আসন : মনোনয়নপত্র জমা দিলেন এমপি নাবিল আহমেদ বাংলাদেশে মুক্তি পাচ্ছে না ‘অ্যানিমেল’
১৯৫

বাঘারপাড়ায় তিন দিনব্যাপী কৃষি মেলা সমাপ্ত

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৩  

যশোরের বাঘারপাড়ায় আয়োজিত তিন দিনব্যাপী কৃষিমেলা ঢিলেঢালাভাবে সমাপ্ত হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে এই মেলার আয়োজন করেছিল কৃষি বিভাগ। তিন দিনব্যাপী কৃষি মেলায় নামমাত্র  কয়েকটি স্টল থাকলেও ছিলো না কোন কৃষকের আনাগোনা। 

উপজেলা কৃষি অফিস দায়সারা এ মেলা কোন রকম গোজামিল দিয়ে শেষ করেছেন বলে অভিযোগ উঠেছে। প্রচারের অভাবে উপজেলার বেশিরভাগ কৃষক জানেই না এ মেলার কথা। উপজেলার বিভিন্ন এলাকার চাষীদের সাথে কথা বলে জানা যায় তারা এ সম্পর্কে কিছুই জানতেই পারেনি।

মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠান ও কোম্পানির প্রতিনিধিরা মনে করেন, যে উদ্দেশ্য নিয়ে প্রতিবছর কৃষি মেলার আয়োজন করা হয় তা এবার পুরোপুরি ব্যর্থ হয়েছে।

যাদের জন্য এ মেলার আয়োজন সেই কৃষকরা মেলায় না আসায় এই ব্যর্থতা। গত তিনদিন সরেজমিনে মেলা ঘুরে দেখা গেছে, উদ্বোধনের দিন গত মঙ্গলবার ও বুধবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকায় কিছু শিক্ষার্থী দেখা গেছে। মেলার শেষ দিন বৃহস্পতিবার বিকালে প্রদর্শনীর পুরষ্কার,ভর্তুকির পাওয়ার টিলার নিতে কয়েকজন কৃষক ও কয়েকটি কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের দেখা গেছে।

শেষ দিনের সমাপনীতে যোগ দেওয়া নারিকেলবাড়িয়ার ক্ষেত্রপালা গ্রামের মোতালেব হোসেন জানান, মেলার প্রথম দুইদিন না আসলেও উপ-সহকারি কৃষি কর্মকর্তার অনুরোধে এসেছি।

গত মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে শুরু হয় এ কৃষিমেলা। মেলায় কৃষিপ্রযুক্তি, পশুখাদ্য, বীজ, মৎস্যখাদ্য, কীটনাশক, কৃষকের উৎপাদিত ফসল, মৌচাষ, ব্যাংকসহ উপজেলার কৃষিসংশ্লিষ্ট সরকারি অধিদপ্তর ও কোম্পানির অংশগ্রহনে বিশটি স্টল তৈরি করা হয়। 

যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মঞ্জুরুল হক জানান, মেলার শেষ দিনে অনেক কৃষক উপস্থিত ছিলো।

  যশোরের আলো
  যশোরের আলো
এই বিভাগের আরো খবর