বুধবার   ২৭ সেপ্টেম্বর ২০২৩   আশ্বিন ১১ ১৪৩০   ১২ রবিউল আউয়াল ১৪৪৫

  যশোরের আলো
৪৯

বিএনপি নেতা জিকে গউছসহ ৪ জনের জামিন নামঞ্জুর

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৩  

হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জি কে গউছসহ চার নেতার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন। 

অন্য নেতারা হলেন- জেলা বিএনপির নেতা অ্যাডভোকেট কামাল উদ্দিন আহমেদ সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক হোসেন ও যুবদলের যুগ্ম আহ্বায়ক রুবেল আহমেদ চৌধুরী।

বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আফজাল আহমেদ।

তিনি বলেন, সোমবার বিএনপির চার নেতাকে ঢাকা কারাগার থেকে হবিগঞ্জ কারাগারে স্থানান্তরিত করা হয়। পৃথক মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার তাদের হবিগঞ্জ আদালতে হাজির করা হয়। আদালতে তাদের জামিনের আবেদন করা হলে বিচারক নামঞ্জুর করেন।

  যশোরের আলো
  যশোরের আলো
এই বিভাগের আরো খবর