সোমবার   ০২ অক্টোবর ২০২৩   আশ্বিন ১৬ ১৪৩০   ১৭ রবিউল আউয়াল ১৪৪৫

  যশোরের আলো
সর্বশেষ:
যশোরে আমনের সবুজ ধানক্ষেতে স্বপ্ন বুনছেন কৃষকরা চৌগাছায় পেঁয়াজ বীজ পেলেন ১৭০ কৃষক রেল নেটওয়ার্কে যুক্ত হচ্ছে কক্সবাজার ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর ১৫০ কোটি ডলার ঋণ দিচ্ছে জাপান চুক্তি স্বাক্ষর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার কোনো যৌক্তিকতা নেই
২৯

বিয়ের ৩ মিনিটেই ডিভোর্স

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৩  

আড়ম্বরপূর্ণ আয়োজনে বিয়ে। উপস্থিত ছিলেন পরিবারের সদস্য, বন্ধু-বান্ধব, কাছের ও দূরের আত্মীয় স্বজন। অথচ সেই বিয়ে ভেঙে গেল মুহূর্তেই। সম্প্রতি বিশ্বের সবচেয়ে স্বল্প সময় স্থায়ী বিয়ের রেকর্ড হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক দ্য ডেইলি মিররের এক প্রতিবেদনে এ খবর পাওয়া গেছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, এটাই হয়তো বিশ্বের সবচেয়ে স্বল্প সময় স্থায়ী বিয়ে। এ বিয়েটি মাত্র তিন মিনিট স্থায়ী হয়েছিল। এরপর কনের একটি মন্তব্যের জেরে বিয়ে ভেঙে যায়।

সংবাদমাধ্যম জানিয়েছে, কুয়েতের একটি বিয়ের অনুষ্ঠানে এ ঘটনা ঘটেছে। বিয়ের অনুষ্ঠানে স্বামী মঞ্চে উঠতে গিয়ে পড়ে যান। এ নিয়ে স্ত্রী মজা করেন। স্ত্রী স্বামীকে স্টুপিড বলে গালমন্দ করেন। এতে স্বামী চটে গিয়ে ডিভোর্স দেন স্ত্রীকে। 

সংবাদমাধ্যম জানিয়েছে, ঘটনাটি নিয়ে মডেল, লেখক এবং পডকাস্ট হোস্ট এমিলি রাতাজকোস্কি একটি চটকদার গল্প আকারে সামনে আনার পর বিষয়টি বেশ আলোচনায় এসেছে।

এ ঘটনায় এক্সে (টুইটার) এক ব্যক্তি লিখেছেন, একটি বিয়ের গল্প শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল। আরেকজন লিখেছেন, এভাবে কোনো অভিনয় করার চেয়ে আগেই বিষয়টি শেষ হলে ভালো হতো।

  যশোরের আলো
  যশোরের আলো
এই বিভাগের আরো খবর