শনিবার   ১০ জুন ২০২৩   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩০   ২১ জ্বিলকদ ১৪৪৪

  যশোরের আলো
সর্বশেষ:
লোডশেডিং কমাতে বাড়ছে বিদ্যুৎ আমদানি ও উৎপাদন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষা ব্যবস্থা পিছিয়ে থাকবে না স্কুলে গিয়ে ৬১ বছর আগের বকেয়া বেতন পরিশোধ করলেন সোহরাব যশোরে পাওয়া যাচ্ছে না চার্জার ফ্যান প্রথমবারের মতো টাকায় বিদেশি ঋণ পরিশোধ
২৮৬

বেনাপোলে কেমিক্যাল ড্রাম বিস্ফোরণে ওয়ার্কশপ কর্মীর মৃত্যু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১ জুন ২০২২  

বেনাপোল সীমান্ত এলাকায় কেমিক্যালের ড্রাম বিস্ফোরণে ইমন (১৮) নামে এক ওয়ার্কশপ কর্মীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বেনাপোল পোর্ট থানাধীন বালুন্ডা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

ইমন বেনাপোল পোর্ট থানাধীন বালুন্ডা গ্রামের নজরুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে বালুন্ডা বাজারে বাবু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে এক ব্যক্তি একটি ড্রাম কাটার জন্য নিয়ে আসেন। এরপর ওয়ার্কশপের কর্মী ইমন ড্রামটি কাটার সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ইমন গুরুতর আহত হন। পরবর্তীকালে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ইমনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

  যশোরের আলো
  যশোরের আলো
এই বিভাগের আরো খবর