সোমবার   ০২ অক্টোবর ২০২৩   আশ্বিন ১৬ ১৪৩০   ১৭ রবিউল আউয়াল ১৪৪৫

  যশোরের আলো
সর্বশেষ:
যশোরে আমনের সবুজ ধানক্ষেতে স্বপ্ন বুনছেন কৃষকরা চৌগাছায় পেঁয়াজ বীজ পেলেন ১৭০ কৃষক রেল নেটওয়ার্কে যুক্ত হচ্ছে কক্সবাজার ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর ১৫০ কোটি ডলার ঋণ দিচ্ছে জাপান চুক্তি স্বাক্ষর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার কোনো যৌক্তিকতা নেই
৩৩

মেসিহীন মায়ামিকে উড়িয়ে দিল আটলান্টা

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৩  

চোটের ঝুঁকি এড়াতে আটলান্টার বিপক্ষে আর্জেন্টাইন সুপার স্টার মেসিকে মাঠে নামায়নি মেজর সকার লিগের ক্লাব ইন্টার মিয়ামির কোচ। তাকে না নামায় কাল হলো দলটির। হারল বড় ব্যবধানে। শনিবার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে ৫-২ গোলে ইন্টার মায়ামিকে উড়িয়ে দিয়েছে আটলান্টা ইউনাইটেড।

ম্যাচের প্রথম গোলের দেখা মিলে ২৫ মিনিটে। কাম্পানা একক প্রচেষ্টায় বল জড়ান আটলান্টার জালে। তাতে পিছিয়ে যায় ওয়েইন রুনির শিষ্যরা।

কিন্তু ১১ মিনিট পরই দলকে সমতায় ফেরান ক্রিস্তিয়ান মুজাম্বা। ৫ মিনিট পর এগিয়ে যায় আটলান্টা। এবার অবশ্য নিজেদের জোরে নয়, কামাল মিলারের আত্মঘাতী গোলে লিড পায়। তিন মিনিট পর ব্রুকস লেননের গোলে ব্যবধান বাড়ায় তারা।

৩-২ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় মিয়ামি। বিরতির পরই ব্যবধান কমানোর সুযোগ আসে। পেনাল্টি পায় মিয়ামি। কাম্পানা সেটা থেকে গোল করলে ব্যবধান কমে।

তবে ৭৬ মিনিটে ৪-২ গোলের ব্যবধানে যায় আটলান্টা। জর্জাস গিয়াকওমেকিসের গোল আসে এবার। তবে তাতে সন্তুষ্ট হচ্ছিল না তারা। কারণ ৮৯ মিনিটে ৫ম গোল করেন টেইলর উলভ। তাতেই ৫-২ গোলের জয় নিশ্চিত করে তারা। ১১ ম্যাচ পর হারের মুখ দেখল মিয়ামি। 

  যশোরের আলো
  যশোরের আলো
এই বিভাগের আরো খবর