শনিবার   ১০ জুন ২০২৩   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩০   ২০ জ্বিলকদ ১৪৪৪

  যশোরের আলো
সর্বশেষ:
লোডশেডিং কমাতে বাড়ছে বিদ্যুৎ আমদানি ও উৎপাদন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষা ব্যবস্থা পিছিয়ে থাকবে না স্কুলে গিয়ে ৬১ বছর আগের বকেয়া বেতন পরিশোধ করলেন সোহরাব যশোরে পাওয়া যাচ্ছে না চার্জার ফ্যান প্রথমবারের মতো টাকায় বিদেশি ঋণ পরিশোধ
৫০

যশোরের হিমসাগর প্রথমবার যাচ্ছে ইউরোপে

প্রকাশিত: ১৬ মে ২০২৩  

দেশের গণ্ডি পেরিয়ে প্রথমবারের মতো বিদেশ জয় করছে যশোরের হিমসাগর জাতের আম। সাত সাগর পাড়ি দিয়ে ইউরোপে যাচ্ছে যশোরের শার্শার বিষমুক্ত হিমসাগর। প্রথম যাত্রার জন্য আম সংগ্রহও শেষ। 

গত রবিবার (১৪ মে) দুপুরে উপজেলার বাইকোলা গ্রামের আবু নাঈমের বাগান থেকে এক টন আম ইউরোপে রপ্তানির জন্য সংগ্রহ করা হয়। এসব আম যাবে ইউরোপের দেশ সুইডেনে। 

কৃষক আবু নাঈম জানান, প্রথম দফায় এক টন হিমসাগর আম ইউরোপে রপ্তানির জন্য বিক্রি হয়েছে। আশা করছি অল্প কিছুদিনের মধ্যে আরও অর্ডার পাবো।

তিনি আরও জানান, আমার বাগান থেকে প্রথম আম সুইডেনে গেলেও পর্যায়ক্রমে জার্মান, ফ্রান্স, ইতালিসহ ইংল্যান্ডে বাজারজাতের কথা রয়েছে।

এসিআই লজিস্টিকের প্রতিনিধি হাদিউজ্জামান শাহিন জানান, অধিকাংশ স্থানীয় ব্যবসায়ীরা এসব কৃষকদের কাছ থেকে মণে ৮ কেজি কম দেখিয়ে আম কিনে। পাশাপাশি বিভিন্ন দুর্যোগের দোহাই দিয়ে কৃষকদের জিম্মি করে। এটা থেকে বাঁচানোর জন্য আমরা উদ্যোগ নিয়েছি। এতে কৃষকরা ন্যায্য মূল্য পাবেন।

শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ কুমার জানান, এ বছর উপজেলায় ৯ হাজার হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। প্রথমবারের মতো এবার শার্শা থেকে হিমসাগর আম ইউরোপে রপ্তানি শুরু হয়েছে। পর্যায়ক্রমে ন্যাংড়া ও আম্রপালিসহ বিভিন্ন জাতের ১০০ টন আম ইউরোপের বিভিন্ন বাজারে রপ্তানি হবে।

  যশোরের আলো
  যশোরের আলো
এই বিভাগের আরো খবর