সোমবার   ০২ অক্টোবর ২০২৩   আশ্বিন ১৬ ১৪৩০   ১৭ রবিউল আউয়াল ১৪৪৫

  যশোরের আলো
সর্বশেষ:
যশোরে আমনের সবুজ ধানক্ষেতে স্বপ্ন বুনছেন কৃষকরা চৌগাছায় পেঁয়াজ বীজ পেলেন ১৭০ কৃষক রেল নেটওয়ার্কে যুক্ত হচ্ছে কক্সবাজার ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর ১৫০ কোটি ডলার ঋণ দিচ্ছে জাপান চুক্তি স্বাক্ষর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার কোনো যৌক্তিকতা নেই
১১৩

যশোরে উন্মোচিত হলো স্বাস্থ্য সেবার নতুন দ্বার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৩  

যশোরে উন্মোচন হলো স্বাস্থ্য সেবার নতুন দ্বার। এখন থেকে এ অঞ্চলের মানুষের এইচআইভি/এইডস রোগীদের উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের এআরটি সেন্টার থেকে মিলবে বিনামূল্যে উন্নতমানের সেবা। এছাড়া, মানসিক স্বাস্থ্য সেবা মিলবে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। 

রোববার যশোর জেনারেল হাসপাতলে এআরটি সেন্টারের উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) রাশেদা সুলতানা। এরপর অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা। 

হাসপাতালের তত্ত্বাবধায়ক হারুন অর রশিদের সভাপতিত্বে এ সময় বক্তৃতা করেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক সামিউল ইসলাম, লাইন ডিরেকটর মাহফুজুর রহমান, খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মনজুরুল মুরশিদ, মেডিকেল কলেজের অধ্যক্ষ এএইচএম আহসান হাবিব, সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস, বিএমএ যশোর শাখার সভাপতি একেএম কামরুল ইসলাম বেনু ও সাধারণ সম্পাদক এমএ বাশার। স্বাচিপের সদস্য সচিব গোলাম মোর্তুজার সঞ্চালনায় স্বাগত বক্তৃতা করেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার পার্থ প্রতীম চক্রবর্তী।

এদিকে, বেলা সাড়ে ১২ টায় সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মানসিক স্বাস্থ্য সেবা কক্ষের উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) রাশেদা সুলতানা। 

এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ দাস,সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর আবু মাউদসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
 

  যশোরের আলো
  যশোরের আলো
এই বিভাগের আরো খবর