সোমবার   ০২ অক্টোবর ২০২৩   আশ্বিন ১৬ ১৪৩০   ১৭ রবিউল আউয়াল ১৪৪৫

  যশোরের আলো
সর্বশেষ:
যশোরে আমনের সবুজ ধানক্ষেতে স্বপ্ন বুনছেন কৃষকরা চৌগাছায় পেঁয়াজ বীজ পেলেন ১৭০ কৃষক রেল নেটওয়ার্কে যুক্ত হচ্ছে কক্সবাজার ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর ১৫০ কোটি ডলার ঋণ দিচ্ছে জাপান চুক্তি স্বাক্ষর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার কোনো যৌক্তিকতা নেই
৮৫০

যশোরে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

যশোর প্রতিনিধিঃ

প্রকাশিত: ১১ নভেম্বর ২০১৮  

যশোর জেলার চৌগাছা জগদীশপুর ইউনিয়ন পরিষদ চত্বরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। আমাদের ফাউন্ডেশন ও আইএলডিসি লিজিং কোম্পানীর অার্থিক সহাযোগীতায় এ ক্যাম্পা অনুষ্ঠিত হয়।

এতে চিকিৎসক হিসাবে দায়িত্ব পালন করেন যশোর বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক নাহিদ কামাল।  এছাড়াও ডাক্তার আবিদ আব্দার জুয়েলসহ চারজন ইন্টার্ন নারী চিকিৎসক মেডিকেল ক্যাম্পে রোগীদের ব্যবস্থাপত্র দেন। পুরো ক্যাম্পের সার্বিক সহায়তা করেন মোহাম্মদ ফারুক ইকবাল, আবু সাঈদ মুকুট, সাংবাদিক নূর ইসলামসহ আইডিএলসির স্বেচ্ছাসেবকরা। 

দিন ব্যাপি অনুষ্ঠিত এ ক্যাম্পে  ৫১০ জন হতদরিদ্র ও গরিব রোগীদের ব্যবস্থাপত্র ও ওষুধ প্রদান করা হয়। চোখের ছানিপরা  ৮৩ জন রোগীর চোখে ফ্রি অপারেশনের করা হয়েছে। যাদের মধ্যে ছয় জনকে  যশোরের নোভা মেডিকেল সেন্টারে বিনাখরচে অপারেশনসহ লেন্স ওষুধপত্র ও কালো চশমা প্রদান করা হয়।

 নির্বাচিত বাকি রোগীদের পর্যায়ক্রমে চোখের ছানি অপারেশন করা হবে বলে আমাদের ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার নাহিদ কামাল জানান।

  যশোরের আলো
  যশোরের আলো
এই বিভাগের আরো খবর