শনিবার   ১০ জুন ২০২৩   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩০   ২০ জ্বিলকদ ১৪৪৪

  যশোরের আলো
সর্বশেষ:
লোডশেডিং কমাতে বাড়ছে বিদ্যুৎ আমদানি ও উৎপাদন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষা ব্যবস্থা পিছিয়ে থাকবে না স্কুলে গিয়ে ৬১ বছর আগের বকেয়া বেতন পরিশোধ করলেন সোহরাব যশোরে পাওয়া যাচ্ছে না চার্জার ফ্যান প্রথমবারের মতো টাকায় বিদেশি ঋণ পরিশোধ
৫৯

যশোরে সাংবাদিকদের প্রধানমন্ত্রীর সহায়তার চেক প্রদান

প্রকাশিত: ১৬ মে ২০২৩  

যশোরে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহায়তার চেক প্রদান করা হয়েছে। সোমবার প্রেসক্লাব যশোরের সভাকক্ষে যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে)’র আয়োজনে চেক তুলে দেওয়া হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সাইফুজ্জামান পিকুল ও প্রেসক্লাব যশোরে সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান। সভাপতিত্ব করেন আয়োজক সংগঠন জেইউজে’র সভাপতি মনোতোষ বসু এবং সঞ্চলনা করেন সাধারণ সম্পাদক এইচ আর তুহিন।

এ সময় ৬০ জন সাংবাদিকের মাঝে ১০ হাজার করে মোট ৬ লাখ টাকা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক তমিজুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী করোনাকালীন পরিস্থিতি মোকাবেলার পাশাপাশি সব সেক্টরের মানুষের পাশে দাড়িয়েছেন। তারই ধারাবাহিকতায় সাংবাদিকদের প্রণোদনা দেয়া হচ্ছে।

বিশেষ অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান পিকুল প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে উন্নয়নের অগ্রযাত্রাকে তরান্বিত করতে সাংবাদিকদের আহবান জানান। তিনি বলেন, ‘সাংবাদিকরা জাতির বিবেক। সাংবাদিকদের লেখনির মাধ্যমে দেশের উন্নয়ন অগ্রযাত্রার চিত্র ফুটে ওঠে’।

যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে)’র সাবেক সভাপতি সাজেদ রহমান, আমিনুর রহমান মামুন ও সাজ্জাদ গনি খাঁন রিমনসহ নির্বাহী কমিটির সদস্যবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।  

  যশোরের আলো
  যশোরের আলো
এই বিভাগের আরো খবর