সোমবার   ০২ অক্টোবর ২০২৩   আশ্বিন ১৬ ১৪৩০   ১৭ রবিউল আউয়াল ১৪৪৫

  যশোরের আলো
সর্বশেষ:
যশোরে আমনের সবুজ ধানক্ষেতে স্বপ্ন বুনছেন কৃষকরা চৌগাছায় পেঁয়াজ বীজ পেলেন ১৭০ কৃষক রেল নেটওয়ার্কে যুক্ত হচ্ছে কক্সবাজার ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর ১৫০ কোটি ডলার ঋণ দিচ্ছে জাপান চুক্তি স্বাক্ষর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার কোনো যৌক্তিকতা নেই
৪৪৪

যশোর কাস্টমসের রাজস্ব আহরণে রেকর্ড

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ২২ জুলাই ২০১৯  

রাজস্ব আদায়ের প্রবৃদ্ধিতে গত পাঁচ বছরের মধ্যে এবার সর্বোচ্চ অবস্থানে যশোর কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারেট। গত ২০১৮-১৯ অর্থ বছরে যশোর কাস্টমসের রাজস্ব আয়ের প্রবৃদ্ধি হার দাঁড়িয়েছে ২৯ দশমিক ০১ শতাংশ। সারাদেশে এই হার মাত্র ১১ শতাংশ।

যশোর কাস্টমস সূত্র জানায়, বিগত তিন অর্থবছরে যশোর কাস্টমসের রাজস্ব আদায়ের পরিমাণ বেড়েছে। এর মধ্যে ২০১৬-১৭ অর্থবছরে রাজস্ব আহরণ হয় ১ হাজার ৩৫০ কোটি ৩৯ লাখ টাকা ও প্রবৃদ্ধির হার ২৩ শতাংশ। ২০১৭-১৮ অর্থবছরে রাজস্ব আহরণ ও প্রবৃদ্ধি হয় যথাক্রমে ১ হাজার ৫৮৭ কোটি ৭৬ লাখ টাকা ও ১৮ শতাংশ। সর্বশেষ অর্থবছর অর্থাৎ ২০১৮-১৯-এ রাজস্ব আহরণের পরিমাণ ২ হাজার ৪৮ কোটি ৩৪ লাখ টাকা এবং প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ২৯ দশমিক ১ শতাংশে। গত পাঁচ বছরের মধ্যে যশোর কাস্টমসে প্রবৃদ্ধির এ হার সর্বোচ্চ।

যশোর কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনার মো. শওকাত হোসেন বলেন, টিমওয়ার্ক, দক্ষ ও যোগ্য কর্মকর্তাদের যথাযথ স্থানে পদায়ন এবং জাতীয় রাজস্ব বোর্ডের সদস্যের (বাস্তবায়ন) সার্বক্ষণিক সহায়তা মনোভাবাপন্ন মনিটরিংয়ের ফলেই তার কমিশনারেটের এ সফলতা অর্জন সম্ভব হয়েছে।

তিনি আরো বলেন, এনবিআর কর্তৃপক্ষ যশোরে নিটল মোটরসকে রাজস্বমুক্ত ঘোষণা করায় এ বছর প্রতিষ্ঠানটি থেকে কোনো রাজস্ব পাওয়া যায়নি। অথচ সেখান থেকে রাজস্ব আদায়ের টার্গেট ছিল ৪৬ কোটি টাকা। এছাড়া বেনাপোল বন্দর দিয়ে এবার আমদানি কম হওয়ায় অ্যাডভাস ট্রেড ভ্যাট (এটিভি) প্রাপ্তির পরিমাণও কমেছে। যশোর কাস্টমসে জনবলেরও ঘাটতি রয়েছে। তার পরও নিয়মিত রেভিনিউ মিটিংসহ কর্মকর্তা-কর্মচারীদের তিনি নানাভাবে কাউন্সেলিং করায় সবাই কারো চাপে বা ভয়ে নয়; বরং দায়িত্ববোধের তাগিদে কাজ করেছেন। সফলতার পেছনে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

উল্লেখ্য, যশোর কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনার মো. শওকাত হোসেন ২০১৭ সালে যশোরে যোগ দেন।

  যশোরের আলো
  যশোরের আলো
এই বিভাগের আরো খবর