শনিবার   ১০ জুন ২০২৩   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩০   ২০ জ্বিলকদ ১৪৪৪

  যশোরের আলো
সর্বশেষ:
লোডশেডিং কমাতে বাড়ছে বিদ্যুৎ আমদানি ও উৎপাদন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষা ব্যবস্থা পিছিয়ে থাকবে না স্কুলে গিয়ে ৬১ বছর আগের বকেয়া বেতন পরিশোধ করলেন সোহরাব যশোরে পাওয়া যাচ্ছে না চার্জার ফ্যান প্রথমবারের মতো টাকায় বিদেশি ঋণ পরিশোধ
২৫

লোহাগড়ায় মধুমতি নদীতে ডুবে শিক্ষার্থী নিখোঁজ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৫ মে ২০২৩  

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার জয়পুর ইউপির মধুমতি নদীতে গোসল করতে গিয়ে অষ্টম শ্রেনীর এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।  বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটেছে। খুলনা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধ্যা ৬টা থেকে তাকে উদ্ধারের জন্য অভিযান চালিয়ে যাচ্ছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার জয়পুর ইউনিয়নের ধানাইড় গ্রামের জুলহাস ভূইয়ার ছেলে মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী  রাজিব ভূইয়া (১৪) বুধবার বিকালে বন্ধুদের সাথে মধুমতি নদীতে গোসল করতে যায়।

এ সময় সে বন্ধুদের সাথে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয়। এরপর বন্ধুরা ও এলাকাবাসী তাকে খুঁজে না পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁচ্ছায়ে  রাজিবকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। সন্ধ্যা ৬টার দিকে খুলনা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে রাজিবকে উদ্ধারের জন্য অভিযান চালিয়ে যাচ্ছে ।

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত (সকাল সাড়ে ৯টায় ) তার কোন সন্ধান পাওয়া যায়নি বলে ডুবুরি দলের টিম লিডার মাহাবুর রহমান জানিয়েছেন।

  যশোরের আলো
  যশোরের আলো
এই বিভাগের আরো খবর