শনিবার   ১০ জুন ২০২৩   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩০   ২০ জ্বিলকদ ১৪৪৪

  যশোরের আলো
সর্বশেষ:
লোডশেডিং কমাতে বাড়ছে বিদ্যুৎ আমদানি ও উৎপাদন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষা ব্যবস্থা পিছিয়ে থাকবে না স্কুলে গিয়ে ৬১ বছর আগের বকেয়া বেতন পরিশোধ করলেন সোহরাব যশোরে পাওয়া যাচ্ছে না চার্জার ফ্যান প্রথমবারের মতো টাকায় বিদেশি ঋণ পরিশোধ
৬২

শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে গ্যারেজ উদ্বোধন

প্রকাশিত: ১৬ মে ২০২৩  

যশোর জেলার শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে আগত রোগীর স্বজন ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য সাইকেল রাখার ব্যবস্থা করতে গ্যারেজ উদ্বোধন করা হয়েছে। যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন এই গ্যারেজ উদ্বোধন করেন।

সোমবার (১৫ মে) শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সভায় উপস্থিত হয়ে সভার আগে গ্যারেজ উদ্বোধন করেন।

পরে সভাকক্ষে ডাক্তার ইউসুফ আলীর সভাপতিত্বে মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।

এ সময় তিনি বলেন, এখন আমরা স্বাস্থ্য সেবার মান উন্নয়নের চেষ্টা করছি। জনবল-অবকাঠামোর প্রয়োজন। 

সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক মঞ্জু, উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদ সদস্য সালেহ আহমেদ মিন্টু, শার্শা থানার ওসি আকিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান কবির উদ্দিন আহমেদ তোতা, সোহারাব হোসেন এবং আব্দুর রহিম সরদার।

  যশোরের আলো
  যশোরের আলো
এই বিভাগের আরো খবর