সোমবার   ০২ অক্টোবর ২০২৩   আশ্বিন ১৬ ১৪৩০   ১৭ রবিউল আউয়াল ১৪৪৫

  যশোরের আলো
সর্বশেষ:
যশোরে আমনের সবুজ ধানক্ষেতে স্বপ্ন বুনছেন কৃষকরা চৌগাছায় পেঁয়াজ বীজ পেলেন ১৭০ কৃষক রেল নেটওয়ার্কে যুক্ত হচ্ছে কক্সবাজার ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর ১৫০ কোটি ডলার ঋণ দিচ্ছে জাপান চুক্তি স্বাক্ষর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার কোনো যৌক্তিকতা নেই
১৪৫

শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবেন তাকেই বিজয়ী করতে হবে : এমপি রণজিৎ

প্রকাশিত: ৬ আগস্ট ২০২৩  

যশোর-৪ আসনের সংসদ সদস্য ও বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রনজিৎ কুমার রায় বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সালাম পাবেন, না থাকলে ভালো থাকবেন না। তাই আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবেন তাকেই বিজয়ী করতে হবে। নৌকা প্রতীকে ভোট দিতে হবে।

তিনি বলেন, দলের ভিতরে বাইরে ষড়যন্ত্র চলছে। এ ষড়যন্ত্র ঐকবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। 

৫ আগস্ট যশোরের বাঘারপাড়ায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জ্যেষ্ঠ পুত্র, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এদিন বিকেলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি আতিয়ার রহমান সরদার।

এসময় উপস্থিত ছিলেন বাঘারপাড়া পৌর আওয়ামী লীগের আহ্বায়ক ও পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু, যশোর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য অধ্যক্ষ আজগর আলী, যশোর জেলা পরিষদের সদস্য সাইফুজ্জামান চৌধুরী ভোলা, জহুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু, নারকেলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বাবলু কুমার সাহা, ধলগ্রাম ইউনিয়ন সভাপতি সুভাষ দেবনাথ অবিরাম, দোহাকুলা ইউনিয়ন সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার মোল্লা, দরাজহাট  ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আইয়ুব হোসেন বাবলু, বাসুয়ারি  ইউনিয়ন সভাপতি ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান সরদার, জামদিয়া ইউনিয়ন সভাপতি নিখিল কুমার আঢ্য, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী জুলাই, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মিজানুর রহমান, সাবেক দপ্তর সম্পাদক শচীন্দ্রনাথ বিশ্বাস, সাবেক সাংস্কৃতিক সম্পাদক মুন্সি বাহার উদ্দিন, আওয়ামী লীগ নেতা ঈমান উদ্দিন মিনা, বাঘারপাড়া পৌরসভার সাবেক মেয়র খলিলুর রহমান, উপজেলা যুবলীগ নেতা রুবেল রানা, ইমতিয়াজ নাসির তুষার, তরিকুল ইসলাম, রাজু আহমেদ প্রমুখ।

আলোচনা সভা শেষে দোয়া মাহফিল ও কেক কাটা হয়।

  যশোরের আলো
  যশোরের আলো
এই বিভাগের আরো খবর