সারা দেশে ১৪৪ প্রতিষ্ঠানকে জরিমানা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৩

রাজধানী ঢাকাসহ সারা দেশে সরকার নির্ধারিত দামে পাঁচ পণ্যের বিক্রি কার্যকরে গতকাল শনিবার অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে দেশের ১৪৪টি প্রতিষ্ঠানকে চার লাখ ৬২ হাজার টাকা জরিমানা করেছে সরকারি এই তদারকি সংস্থা।
এই তথ্যের সত্যতা নিশ্চিত করে অধিদপ্তরের উপপরিচালক বিকাশ চন্দ্র দাস গত রাতে বলেন, ‘সারা দেশে ভোক্তা অধিদপ্তরের ৫১টি টিম ৭৪টি বাজারে অভিযান পরিচালনা করে।’ দেশের বাজারে নিত্যপণ্য ডিম, আলু, পেঁয়াজ, ভোজ্য তেল ও চিনিতে সরকার নির্ধারিত দাম গত তিন দিনেও কার্যকর হয়নি।
নিত্যপণ্যের বাজারনিয়ন্ত্রণে গত বৃহস্পতিবার এসব পণ্যের দাম নির্ধারণ করে দেয় বাণিজ্য মন্ত্রণালয়। ওই সময় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, দু-এক দিনের মধ্যে নতুন দাম কার্যকর হবে। কিন্তু ওই পাঁচ পণ্য আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে।
রাজধানীতে অভিযান:
গতকাল রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল কাঁচাবাজারে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। যেখানে নেতৃত্ব দেন অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক তাহমিনা বেগম এবং ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মাগফুর রহমান।
এ সময় জরিমানার ভয়ে দোকান খোলা রেখেই পালিয়ে যান দুই কাঁচা পণ্যের ব্যবসায়ী। ডিমের দাম বেশি রাখায়, ক্রয় রসিদ না থাকায় এবং মূল্যতালিকা প্রদর্শন না করায় টাউন হল কাঁচাবাজার ও নিউ মার্কেটের বনলতা কাঁচাবাজারের তিনটি প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার।
অভিযান শেষে মাগফুর রহমান বলেন, ‘নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে এবং ন্যায্য মূল্যে পণ্য বিক্রি নিশ্চিত করতে অধিদপ্তর এই অভিযান পরিচালনা করছে।
সরকারের বেঁধে দেওয়া মূল্যে পণ্য বিক্রি ও বাজার নিয়ন্ত্রণে আমরা কাজ করছি।’
ঢাকার বাইরে অভিযান:
হবিগঞ্জ : হবিগঞ্জ শহরের চাষিবাজারে অভিযান পরিচালনা করে তিন ব্যবসাপ্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল সকালে অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা এই অভিযান পরিচালনা করেন। তিনি জানান, সরকার কর্তৃক নির্ধারিত দামে আলু বিক্রি না করায়, ক্রেতাদের রসিদ না দেওয়ায় এবং মূল্যতালিকা হালনাগাদ না করায় তিনটি আলুর আড়তকে ওই অর্থ জরিমানা করা হয়।
দিনাজপুর : গতকাল দিনাজপুরের বাহাদুরবাজারের কাঁচাবাজারে আলু, পেঁয়াজ ও ডিমের দোকানে অভিযান চালানো হয়।
এ সময় কয়েকটি দোকানে আলু, পেঁয়াজ, রসুন ও মুড়ির মূল্যতালিকা না থাকায় মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়। তবে ডিমের দামে হেরফের পাওয়া যায়নি।
জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হচ্ছে বাহাদুরবাজারের পলাশ আড়ত চার হাজার টাকা, জাকির ট্রেডার্স এক হাজার টাকা, সাগর ট্রেডার্স দুই হাজার টাকা এবং গাজী ট্রেডার্স দুই হাজার টাকা।
ফরিদপুর : ফরিদপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে গতকাল হিমাগার, হেলিপোর্ট ও হাজী শরীয়তউল্লাহ বাজারে সরকার নির্ধারিত দামে আলু, দেশি পেঁয়াজ ও ডিম বিক্রি নিশ্চিতে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। দাম বেশি নেওয়া, কেনার ভাউচার মূল্য ও তালিকা হালনাগাদ না থাকায় মেসার্স দিশারী ট্রেডার্স, মেসার্স হাওলাদার ট্রেডার্স এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে ঘোষের হোটেলসহ মোট তিনটি প্রতিষ্ঠানকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়।
পাঁচ পণ্যের বাজার পরিস্থিতি:
খুচরা ব্যবসায়ীরা বলছেন, সরকার খুচরা বাজারে ডিম, আলু ও পেঁয়াজের মূল্য নির্ধারণ করলেও পাইকারি বাজারে তা করেনি। এতে পাইকারিতে দাম কমেনি। বেশি দামে পণ্য কেনা থাকায় খুচরা বিক্রেতারা সরকার নির্ধারিত দামে বিক্রি করতে পারছেন না।
ভোক্তারা বলছে, পণ্যের দাম বাস্তবায়নে সরকারকে বাজার তদারকি জোরদার করতে হবে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।
গতকাল কালের কণ্ঠ’র প্রতিবেদকরা রাজধানী ঢাকার কারওয়ান বাজার, মোহাম্মদপুর কৃষি মার্কেট, রামপুরা, বাড্ডা ও জোয়ারসাহারা বাজার ঘুরে দেখেছেন, খুচরা পর্যায়ে দেশি পেঁয়াজ কেজি ৬৪-৬৫ টাকা বেঁধে দেওয়া হলেও বিক্রি করা হচ্ছে ৭৫ থেকে ৮৫ টাকায়। আলু প্রতি কেজি ৩৫-৩৬ টাকা নির্ধারণ করা হলেও বিক্রি করা হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকায়। প্রতিটি ফার্মের মুরগির ডিমের দাম ১২ টাকা বেঁধে দেওয়া হয়েছে, কিন্তু বিক্রি করা হচ্ছে ১২.৩৩ থেকে ১২.৫০ টাকায়। এ ছাড়া প্রতি কেজি খোলা চিনির দাম ১২০ টাকা নির্ধারণ করা হলেও ১৩০ থেকে ১৩৫ টাকায় বিক্রি করা হচ্ছে। সয়াবিন তেল (বোতলজাত) প্রতি লিটার ১৬৯ টাকা নির্ধারণ করা হলেও বাজারে ১৭৪ থেকে ১৭৯ টাকায় বিক্রি করা হচ্ছে।
গতকাল মোহাম্মদপুর কৃষি মার্কেটে গিয়ে দেখা যায়, খুচরা ব্যবসায়ীরা দেশি পেঁয়াজ প্রতি কেজি ৮৫ টাকা দরে বিক্রি করছেন। ডায়মন্ড জাতের আলু কেজি ৫০ টাকা এবং ডিমের ডজন ১৫০ টাকা। সরকার নির্ধারিত দামের চেয়ে কেজিতে ১৪-১৫ টাকা বাড়তি দামে আলু বিক্রি করা হচ্ছে এবং ডজনপ্রতি ছয় টাকা বেশি দাম রাখা হচ্ছে ডিমে।
সরকার নির্ধারিত দামে এসব পণ্য বিক্রি না করার বিষয়ে মো. ইব্রাহিম নামের একজন বিক্রেতা বলেন, ‘সরকার খুচরায় আলু, পেঁয়াজ ও ডিমের দাম যে হারে নির্ধারণ করেছে, সেই দরে আমরা পাইকারিতেও পাচ্ছি না। এ কারণে ওই দামে বিক্রি করতে পারছি না।’
জোয়ারসাহারা বাজারের মেসার্স ভাই ভাই স্টোরের ব্যবসায়ী মো. নজরুল ইসলাম বলেন, ‘দেশি পেঁয়াজ প্রতি কেজি ৭৫ থেকে ৮০ টাকা, আমদানি করা পেঁয়াজ ৬৫ থেকে ৭০ টাকা, আলু প্রতি কেজি ৫০ টাকা এবং ফার্মের মুরগির ডিমের ডজন ১৫০ টাকা। সয়াবিন তেল প্রতি লিটার ১৭৪ টাকা এবং খোলা চিনি প্রতি কেজি ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে।’
গতকাল দুপুরে কারওয়ান বাজারে পাঁচ-ছয়টি দোকান ঘুরে দেখা গেছে, খুচরায় দেশি পেঁয়াজ মানভেদে প্রতি কেজি ৭০ থেকে ৮০ টাকা। আলু প্রতি কেজি ৪৫ টাকা, ডিমের ডজন ১৪৫ টাকা, খোলা চিনি প্রতি কেজি ১৩০ থেকে ১৩৫ টাকা, প্যাকেটজাত চিনি ১৩৫ টাকা এবং সয়াবিন তেল এক লিটারের বোতল ১৭৪ টাকা।
কারওয়ান বাজারের খুচরা বিক্রেতারা বলছেন, খুচরায় দাম নির্ধারণের আগে পাইকারি বাজারে দাম নির্ধারণ করাটা জরুরি। কারণ পাইকারিতে বেশি দামে কিনে কেউ খুচরায় কম দামে বিক্রি করবে না। গতকালও পাইকারিতে আলু ৩৯ টাকা এবং পেঁয়াজ ৭০ টাকা কেজি দরে কিনতে হয়েছে।
ডিম বিক্রেতারা বলছেন, ‘সব খরচ মিলিয়ে এখন প্রতিটি ডিম কেনায় খরচ পড়ছে ১২ টাকা ৫ পয়সার মতো। তাহলে কিভাবে আমরা ১২ টাকায় বিক্রি করব? আমরা তো সরকার নির্ধারিত দরে কিনতেই পারছি না, তাহলে বেঁচব কিভাবে!’
বাড্ডার কাঁচাবাজারে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ইমন হোসাইন বলেন, ‘সরকার বেশ কিছু পণ্যের দাম নির্ধারণ করে দিলেও বাজারে সেই সুফল পাচ্ছি না। পেঁয়াজ, আলু ও চিনি আজও (গতকাল) আগের দামেই কিনতে হয়েছে। পণ্যের দাম বাস্তবায়নে সরকারকে মনিটরিং বাড়াতে হবে। কঠোর পদক্ষেপ নিতে হবে।’
হিলি (দিনাজপুর) : সরকার নির্ধারিত দামে দিনাজপুরের হিলিতে দেশি পেঁয়াজ ও আলু মিলছে না। গতকাল বাজার ঘুরে দেখা গেছে, কাটিনাল জাতের বড় আলু প্রতি কেজি ৪০ টাকা, গুটি আলু ৫০ টাকা, ভর্তার আলু ৬০ টাকা। দেশি পেঁয়াজ প্রতি কেজি ৮০ টাকা। তবে ডিম সরকারের বেঁধে দেওয়া ১২ টাকা পিস হিসাবেই বিক্রি করা হচ্ছে।
হিলি বাজারে পণ্য কিনতে আসা আলতাব হোসেন বলেন, সরকার নির্ধারিত দামে বাজারে পণ্য পাওয়া যাচ্ছে কি না, সেটি তদারকের কোনো ব্যবস্থা নেই।
আলু বিক্রেতা ফিরোজ হোসেন বলেন, ‘সরকার দাম বেঁধে দিলেও আমরা সেই দামে আলু কিনতে পারছি না। তাহলে নির্ধারিত দামে বিক্রি করব কিভাবে?
পেঁয়াজ বিক্রেতা সিদ্দিক হোসেন বলেন, ‘৭৫ টাকা কেজি দরে পেঁয়াজ কিনে বিক্রি করছি ৮০ টাকায়।’
চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় খুচরায় প্রতি কেজি আলু বিক্রি করা হচ্ছে ৪৪ টাকা দরে। পাইকারি আড়তগুলোতে পাঁচ কেজি আলু ২১০ টাকা। চুয়াডাঙ্গার বাজারে গতকাল খুচরায় প্রতিটি ডিম বিক্রি হয়েছে সাড়ে ১২ টাকায়। প্রতি কেজি খোলা চিনি ১৩০ টাকা।
এ ব্যাপারে ব্যবসায়ীরা বলেন, নির্ধারণ করে দেওয়া দামের চেয়ে বেশি দামে কেনায় এসব পণ্য বিক্রিও করতে হচ্ছে বেশি দামে।

- অস্ট্রেলিয়ায় তিমির ধাক্কায় নৌকা উল্টে একজনের মৃত্যু
- অতিরিক্ত তাপে মরছে আমাজনের ডলফিন
- বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে দক্ষিণের ৮ নদীর পানি
- যুক্তরাজ্যে বিদেশি শিক্ষার্থীদের বিভীষিকাময় জীবন
- মূল্যস্ফীতির হার বেড়েছে, কমছে ক্রয়ক্ষমতা
- উপসচিব পদে পদোন্নতি পাচ্ছে ২৯ ব্যাচ
- উপসচিব পদে পদোন্নতি পাচ্ছে ২৯ ব্যাচ
- ডেঙ্গু: সামনের পরিস্থিতি আরও নাজুক হওয়ার শঙ্কা বিশেষজ্ঞদের
- সময়টা ‘খারাপ’ মনে করিয়ে নেতাদের সতর্ক করলেন কাদের
- প্রধানমন্ত্রী দেশে ফিরলে সচিবসহ গুরুত্বপূর্ণ পদে রদবদল
- ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার কোনো যৌক্তিকতা নেই
- ১৫০ কোটি ডলার ঋণ দিচ্ছে জাপান চুক্তি স্বাক্ষর
- ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর
- রেল নেটওয়ার্কে যুক্ত হচ্ছে কক্সবাজার
- রূপপুরে সর্বোচ্চ সতর্কতায় ইউরেনিয়াম সংরক্ষণ
- নিবন্ধনে আসছে কিন্ডারগার্টেন
- চৌগাছায় পেঁয়াজ বীজ পেলেন ১৭০ কৃষক
- সংবিধান অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার: ওবায়দুল কাদের
- নড়াইল জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- ঝিনাইদহে দুই দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী
- নড়াইলে ফ্রি মেডিকেল ক্যাম্প, ১২ শতাধিক রোগীকে চিকিৎসা
- নড়াইলে স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনের মধ্যে অনুদানের চেক বিতরণ
- নড়াইলে কন্যা শিশু দিবস: সভায় বাল্যবিয়ে বন্ধের আহ্বান
- যশোরে ১০ হাজার কিলোমিটার সড়কের সাত হাজারই বেহাল
- চোটে ভুগছেন সাকিব, আছে স্বস্তির খবরও
- আফ্রিদির সেই ছক্কার কথা স্মরণ করালে যা বললেন অশ্বিন
- স্টেইনের চোখে এবারের বিশ্বকাপের সেরা ৫ পেসার
- মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট চীন না ভারতপন্থি?
- ওয়াগনারপ্রধানের দায়িত্ব পাওয়া কে এই আন্দ্রেই ত্রোশেভ?
- ঝিনাইদহে ৫৩৮ কোটি টাকার ড্রাগন উৎপাদন
- ফরিদপুরে `দাফনের` পাঁচদিন পর জীবিত ফিরলেন গৃহবধূ
- বিকিনি পরা ছবি পোস্ট করে ট্রলের শিকার ঋতুপর্ণা
- তামিমকে না নেওয়ার গোপন রহস্য ফাঁস
- এবার সংসার নিয়ে ক্ষমা চাইলেন বুবলী
- কলকাতার নায়িকাকে নিয়ে কক্সবাজারে উড়াল দিলেন জায়েদ খান
- জেবার শুটিংয়ে ডিরেক্টরস গিল্ডের বাধা
- যশোরে বাণিজ্যিকভাবে ভারতীয় আঙ্গুর চাষ করে সফলতা
- বিচ্ছেদের ৬ বছর পর তাহসানকে কটাক্ষ করলেন মিথিলা
- অবিবাহিত হয়েও মা হচ্ছেন স্পর্শিয়া
- গায়ের চামড়া মোটা করেই কাজে নামতে হয়: কৌশানী মুখার্জি
- সারা-শেহনাজের অন্তরঙ্গ ভিডিও ফাঁস, সমকামী দুই অভিনেত্রী!
- ‘ভোরবেলা জানতে পারি আমাদের দোকান পুড়ে ছাই’
- প্রিয়াঙ্কাকে দীপিকার খোঁচা
- বুবলীর চাওয়া বীর শাকিবের মতো না হোক
- জাপানে কি করছেন জয়া? জেনে নিন পুরো ঘটনা
- খোলা পোশাকে ছবি দিতেই কটাক্ষের মুখে শ্রাবন্তী
- দীর্ঘ ১৮ বছরের সংসারের ইতি টানলেন অভিনেত্রী
- ঘনিষ্ঠ কমনীয় ভঙ্গিতে জয়া-স্বস্তিকা
- ‘রেড কার্পেট’ মাতালেন মিম
- সরে যাচ্ছে ঢাকার তিন বাস টার্মিনাল

- ৫০০ জন চক্ষুরোগীকে চিকিৎসা দিলো সেনাবাহিনী
- বিকাশের প্রতারণামূলক বিজ্ঞাপন: ভোক্তা অধিকারে মামলা
- পিলখানা হত্যাযজ্ঞ: ১৩ বছর পরও ডুকরে কাঁদে বাংলাদেশ
- তিন দিনের জন্য সাজেক সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি
- ই-কমার্স গ্রাহকদের লোভী বললো বিকাশ, ফেরত দেবে না গ্রাহকের টাকা
- সাংবাদিকতাকে পুঁজি করে রোজিনার যত কালো অধ্যায়!
- ৫ বছরে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে দ্বিগুণেরও বেশি
- ২০২৩ সালের আগস্টের মধ্যে ট্রেন যাবে কক্সবাজার
- অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মারা গেছেন
- ১৬১২২: ফোনেই মিলবে ভূমির সেবা
- স্বাধীনতা বিরোধীরা যেভাবে ৭১ টিভির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে
- প্রতিবেশীদের সঙ্গে আরো দৃঢ় সহযোগিতায় জোর প্রধানমন্ত্রীর
- বঙ্গবন্ধুর ভাষণের প্রশংসায় কূটনীতিক ও আন্তর্জাতিক প্রতিনিধিরা
- কে এই সাংবাদিক রোজিনা ইসলাম
- জাফরুল্লাহর অভিযোগ অস্বীকার ড. বিজনের