শনিবার   ১০ জুন ২০২৩   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩০   ২১ জ্বিলকদ ১৪৪৪

  যশোরের আলো
সর্বশেষ:
লোডশেডিং কমাতে বাড়ছে বিদ্যুৎ আমদানি ও উৎপাদন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষা ব্যবস্থা পিছিয়ে থাকবে না স্কুলে গিয়ে ৬১ বছর আগের বকেয়া বেতন পরিশোধ করলেন সোহরাব যশোরে পাওয়া যাচ্ছে না চার্জার ফ্যান প্রথমবারের মতো টাকায় বিদেশি ঋণ পরিশোধ
৫৫

হানুয়ার বটতলায় জমজমাট শ্রমিক বেচাবেনার হাট!

মণিরামপুর প্রতিনিধি

প্রকাশিত: ৮ মে ২০২৩  

রাতের আঁধার থাকতে থাকতে সরঞ্জাম নিয়ে দলে দলে শ্রমিকরা জড়ো হয়। একই সঙ্গে আসেন গেরস্ত কৃষক। পাশাপাশি অন্য চাষিদেরও সমাগম কম নয়। শ্রমিকরা এসেছেন নিজেকে বিক্রি করতে। আর অন্যরা এসেছেন তাদের শ্রম কিনতে। সব মিলিয়ে জমজমাট মাত্র এক থেকে দেড় ঘণ্টার শ্রমিক কেনাবেচার হাট।

যশোর জেলার পুলেরহাট-রাজগঞ্জ সড়কের মণিরামপুর উপজেলার হানুয়ার বটতলা মোড়ের শ্রমিকের হাট। স্থানীয়দের কাছে এটি ‘জন বেচার হাট’ নামে পরিচিত। ঘণ্টা খানেকের মধ্যেই ফাঁকা হয়ে যায় জমজমাট এ হাট।

স্থানীয়রা জানান, বিশেষ করে বোরো ধান কাটার মৌসুম আসলে নিয়মিত খুব সকালে এখানে শত শত শ্রমিকের ভিড় জমে। উপজেলার বিভিন্ন অঞ্চল, এমনকি অন্য উপজেলা থেকে ধান চাষিরা ভোর থেকে এখানে জড়ো হন শ্রমিক কিনতে। শুরু হয় দু’পক্ষের দর কষাকষি। হিসেব মিললে এরপর ক্ষেত মালিকরা ভ্যান, ইজিবাইক বা মোটরসাইকেলে তুলে শ্রমিক নিয়ে রওনা হন মাঠে। এভাবে নিত্য ভোরে মানুষের কোলাহলে জমে ওঠে হানুয়ার বটতলার।

স্থানীয়দের ভাষ্যমতে, এ হাটের বয়স শত বছর পেরিয়েছে। আমন ধান কাটার সময়ও কিছু শ্রমিক বাইরে থেকে এখানে আসেন। তবে বোরো মৌসুমে এ সংখ্যা কয়েকগুণ বেড়ে যায়। কেননা বৃষ্টির আশঙ্কায় কৃষক তাড়াতাড়ি ঘরে ধান তুলতে যান। এবার শ্রমিকের দর খুব চড়া। মৌসুমের শুরুতে ৬৫০-৮০০ টাকায় শ্রমিক বিক্রি হয়েছে। কিন্তু চাহিদা বেশি হওয়ায় এক হাজারের নিচে কোনো শ্রমিক পাওয়া যাচ্ছে না। যে শ্রমিক বেশি পারদর্শী তাকে ১৫০০ টাকায় কিনতে হচ্ছে। গেল বোরো মৌসুমে শ্রমিকের দর ছিল সর্বোচ্চ এক হাজার টাকা। 

ধান চাষিরা বলছেন, এখানকার শ্রমিকরা বেশ সৌখিন। সকাল ১০টার পর আর কেউ কাজ করতে চান না। কাজ শেষে মালিকের বাড়িতে গরম ভাত খেয়ে মজুরি নিয়ে তারা বেরিয়ে পড়েন। অনেক শ্রমিক আবার ডাল তরকারি খেতে চান না। এ জন্য কাজে আসার আগে তারা মালিকের সঙ্গে মাংস-ভাতের কথা পাকা করে নেন।

ঝাঁপা গ্রামের ধানচাষি শাহিনুর রহমান বলেন, ‘তিন বিঘা জমির ধান কাটতে ঈদের আগে হানুয়ার মোড় থেকে ১ হাজার ৪০০ টাকা করে ছয়জন শ্রমিক কিনেছি। এলাকার লোক দিয়ে ১ হাজার ১০০ টাকা মজুরিতে সেই ধান বাঁধার কাজ করিয়েছি। পরে ধান বাড়ি নিতে এলাকায় শ্রমিক না পেয়ে রোববার ভোরে আবার হানুয়ার মোড়ে গিয়েছি। সেখানে শ্রমিকের চেয়ে ক্ষেত মালিক বেশি। পরে ১৫০০ টাকা করে আটজন শ্রমিক কিনেছি। সকাল সাড়ে ৬টায় কাজে যোগ দিয়ে সকাল ১০টায় সবাই কাজ ছেড়ে দিয়েছে। এরপর মাংস-ভাত খেয়ে টাকা নিয়ে তারা চলে গেছে।

বিল্লাল হোসেন নামে এক শ্রমিক বলেন, ‘কেশবপুর মূলগ্রাম থেকে তিনজন এসেছি। ১২ কাঠা জমির ধান টানার কাজ দু’হাজার টাকায় নিয়েছি।’

দিঘিরপাড় গ্রামের চাষি রুবেল হোসেন বলেন, ‘এক বিঘা ধান কাটার জন্য দুজন শ্রমিক নিয়েছি। ১৪০০ টাকা দিতে হবে।’

উপজেলার দিঘিরপাড় গ্রামের আবু মুসা বলেন, ‘দুদিন আগে এক হাজার টাকায় জন কিনে ধান কাটাইছি। আর বাঁধার জন্যি লোক কিনতে আইছি। দামে না পটায় লোক নিতে পারিনি।’

হানুয়ার বটতলা মোড়ের আব্দুল মমিন বলেন, ‘ছোট্টকাল থেকে দেখছি এ মোড়ে জন কেনার হাট বসে। ধান কাটার সিজন (মৌসুম) আসলে আশপাশের ১৫-২০ গ্রামের লোকজন কাজের জন্যি এখানে এসে ভিড় করে। ফজরের আজান দিলে লোক আসা শুরু হয়। এরপর আশপাশের ক্ষেত মালিকরা এমনকি ৫-৭ মাইল দূর থেকে লোক এসে এদের কিনে নেন।

  যশোরের আলো
  যশোরের আলো
এই বিভাগের আরো খবর