সোমবার   ০২ অক্টোবর ২০২৩   আশ্বিন ১৬ ১৪৩০   ১৭ রবিউল আউয়াল ১৪৪৫

  যশোরের আলো
সর্বশেষ:
যশোরে আমনের সবুজ ধানক্ষেতে স্বপ্ন বুনছেন কৃষকরা চৌগাছায় পেঁয়াজ বীজ পেলেন ১৭০ কৃষক রেল নেটওয়ার্কে যুক্ত হচ্ছে কক্সবাজার ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর ১৫০ কোটি ডলার ঋণ দিচ্ছে জাপান চুক্তি স্বাক্ষর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার কোনো যৌক্তিকতা নেই
২১৪

মণিরামপুরে গবেষণায় সাফল্য: পাট চাষে নতুন পদ্ধতি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২২ মে ২০২৩  

বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের (বিজেআরআই) মণিরামপুর উপকেন্দ্রের জুট ফার্মিং বিভাগ পাট চাষের নতুন পদ্ধতি উদ্ভাবন করেছে। এতে তিনজন বৈজ্ঞানিক কর্মকর্তা মূল ভূমিকা পালন করেছেন। এরা হলেন—উপকেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম, বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বাবুল হোসেন ও বিশ্বজিৎ কুমার। এরা পাট বোনার পরিবর্তে রোপণ পদ্ধতি উদ্ভাবন করেছেন। টানা চার বছর গবেষণার পর এর সফলতা পেয়েছেন বৈজ্ঞানিকরা। এবার যশোরে কৃষক পর্যায়ে রোপণ পদ্ধতিতে চাষ শুরু হয়েছে।

রোপণ পদ্ধতিতে পাট চাষ করলে পাটের পূর্ণ জীবনকালের পর চাষিরা কাটতে পারবেন। ফলে আগের তুলনায় ফলন বৃদ্ধি পাবে। আগাছা হবে কম। এতে শ্রমিক খরচ কমবে। আর ধান চাষের পর জমির সঠিক ব্যবহারও সম্ভব হবে নতুন এ পাটচাষ পদ্ধতিতে। সব মিলিয়ে চারা রোপণ পদ্ধতিতে পাটের আঁশ উৎপাদনে আশার আলো দেখা যাচ্ছে। এসব তথ্য জানান বাংলাদেশ পাট গবেষণার উপকেন্দ্র মণিরামপুরের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম।

তিনি আরো জানান, পাট গবেষণার যশোর অফিস এরই মধ্যে চারা রোপণ পদ্ধতি সম্প্রসারণের জন্য যশোর সদর, মণিরামপুর ও কেশবপুর উপজেলায় ৭ একর জমির জন্য ‘প্রদর্শনী খেত’ হিসেবে বিনামূল্যে কৃষকের মাঝে পাটের চারা সরবরাহ করা হয়েছে।

বৈজ্ঞানিক কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম জানান, সাধারণ পাটের জীবনকাল ১২০ দিন। কিন্তু বোরো ধান কেটে ওই জমিতে পাট চাষ করতে গেলে পুরো জীবনকালের আগেই অনেক চাষি পাট কাটতে বাধ্য হন। ফলে পাটের উৎপাদন কমে যায়। রোপণ পদ্ধতিতে পাট চাষ করলে সুবিধা হলো আগেই অল্প জমিতে পাটের বীজ ছড়িয়ে দিয়ে ৩৫ দিন পর তুলে তা জমিতে রোপণ করা যায়। ফলে পুরো জীবনকাল পাটগাছ পান কৃষক। এতে পাটের উৎপাদন বেশি হয়। আর চারা থেকে থেকে চারা তিন থেকে সাড়ে তিন ইঞ্চি এবং দুই সারির মাঝে ১০ থেকে ১২ ইঞ্চি ফাঁকা রেখে রোপণ করতে হবে। কর্দমাক্ত জমিতে এ নিয়মে রোপণ করায় আগাছা কম জন্মাবে। যা জন্মাবে তা পরিস্কার করতে কম শ্রমিক লাগবে।

এদিকে চারা রোপণ পদ্ধতিতে পাটের আবাদ করেছেন কেশবপুরের আলতাপোলের কৃষক আমিনুল ইসলাম। তিনি বলেন, আমরা সচারচর বোরো ধান কাটার পর সরাসরি বীজ বপণ করে পাট চাষ করি। এতে পাটের পুরোপুরি জীবনকাল সম্পন্ন করে পাট কাটতে পারি না। ফলে পাট আঁশ উৎপাদন কম হয়। কিন্তু চারা রোপণ পদ্ধতিতে পাট আঁশ উৎপাদন করলে পুরোপুরি জীবনকাল সম্পন্ন করে পাট কাটতে পারবো এবং পরবর্তী ফসলও যথাসময়ে বপণ করতে পারব। এতে করে আমার পাটের ফলন বৃদ্ধি পাবে।

যশোর কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, যশোর জেলায় ২০২২-২৩ অর্থ বছরের এ পর্যন্ত ২৫ হাজার ৫০০ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। এছাড়া বোরো-পতিত-আমন শস্যক্রমের জমি ৫৪ হাজার হেক্টর। এই ৫৪ হাজার হেক্টর জমির মধ্যে প্রায় ১৫ হাজার হেক্টর জমিতে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই) কর্তৃক উদ্ভাবিত চারা রোপণ পদ্ধতিতে পাট চাষ করা সম্ভব। এর ফলে বোরো ও আমন ধানের অনেক পতিত জমি পাট চাষের আওতাভুক্ত হবে।

  যশোরের আলো
  যশোরের আলো
এই বিভাগের আরো খবর