মঙ্গলবার   ০৫ ডিসেম্বর ২০২৩   অগ্রাহায়ণ ২০ ১৪৩০   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৫

  যশোরের আলো
সর্বশেষ:
জিডিপিতে বস্ত্র খাতের অবদান ১৩ শতাংশ : প্রধানমন্ত্রী সারা দেশে ১৫৪ প্লাটুন বিজিবি মোতায়েন নড়াইলের চারণকবি বিজয় সরকারের ৩৮তম মৃত্যুবার্ষিকী আজ নভেম্বরে দেশে রেমিট্যান্স এসেছে ২১ হাজার ১৮১ কোটি টাকা দেশের নির্বাচনি পরিস্থিতি পর্যবেক্ষণ করবে ইইউ তারেক জিয়ার নেতৃত্বে এখন আগুন সন্ত্রাস চলছে : তথ্যমন্ত্রী মনোনয়নপত্র যাচাই-বাছাই: বাতিল ২৭৫, স্থগিত ২৩ বাংলাদেশ মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত
১৯০১

আবিষ্কারের ‘অন্যরকম’ নেশা

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০১৯  

'উদ্ভাবন' ও 'আবিষ্কার' প্রায় একই অর্থ বহন করে। যদিও তাদের মধ্যে একটি সূক্ষ্ম পার্থক্য আছে। অনেকেই এভাবে মনে করেন যে প্রকৃতিতে তো সবকিছুই আগে থেকেই ছিলো। আমরা শুধু বেশি গবেষণা করে লুকিয়ে থাকা বিষয়গুলো খুঁজে বের করছি। কাজেই লুকানো কোনো বিষয়কে প্রকাশ্যে আনাই আবিষ্কার। তবে মুখের কথায় আমরা অবশ্য 'উদ্ভাবন' শব্দটা ব্যবহার করি। উদ্ভাবন হলো নতুন কিছু তৈরি করা, আবিষ্কার হলো কোনো কিছু প্রকাশ করা। 'বঙ্গীয় শব্দকোষ'-এ হরিচরণ বন্দ্যোপাধ্যায় তেমনই ইঙ্গিত দিয়েছেন।

চাকা বা বলপয়েন্ট আবিষ্কারকে আমরা বলতে পারি উদ্ভাবন। কারণ, এ রকম কোনো জিনিস মানবসভ্যতার ইতিহাসে কদাচিৎ ছিলো না। কিন্তু ডিজিটাল ঘড়ি আবিষ্কার-ই। কারণ চিরন্তন ঘড়ির ধারণা থেকেই ডিজিটাল ঘড়ি তৈরি হয়েছে। এখানে প্রযুক্তি আরো শাণিত হয়েছে। এজন্য 'আবিষ্কার' সাধারণ প্রাকৃতিক ঘটনাবলির ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর মনুষ্যসৃষ্ট কিছুর ক্ষেত্রে 'উদ্ভাবন' শব্দটি উপযুক্ত। তবে আমাদের দৈনন্দিন কথায় এ দুটোর এমন বিভাগ কখনো আমরা চিন্তা করে বলি না।

আবিষ্কারের নেশা যাদের একবার চেপে বসে, তাদের আর নিস্তার নেই। দুঃসাহসিক অভিযাত্রী বলি, আর দুঁদে বিজ্ঞানী বলি কিংবা অসমসাহসী নভোচারী- এঁরা সবাই এই নেশায় আক্রান্ত। অজানাকে জানার, অদেখাকে দেখার দুর্বার কৌতুহলই আবিষ্কারের নেশার পেছনে কাজ করে। যদি পদার্থবিজ্ঞানীদের কথাই বলি, আবিষ্কারের নেশা একবার চেপে বসলে দিন-রাত গবেষণাগারেই সময় কাটে। সবসময় শুধু ওই সমস্যাই মাথায় ঘোরে। কোনো একটা সমস্যা নিয়ে গবেষণা শুরু করলে তখন ওই সমস্যার মধ্যেই ডুবে যেতে হয়। এভাবেই যুগান্তকারী উদ্ভাবনগুলো সম্পন্ন হয়েছে। 'গবেষণা' শব্দটাই এসেছে গরু খোঁজাখুঁজির মূল থেকে!

 

বিজ্ঞানী আর্কিমিডিস

বিজ্ঞানী আর্কিমিডিস

ইউরেকা মুহূর্ত

আবিষ্কারের নেশায় ডুবে থাকা মানুষের হিতাহিতের জ্ঞান থাকেনা এমনটাই আমরা জেনেছি। এর পেছনে একটা বিখ্যাত গল্প দায়ী। সেটা হলো আর্কিমিডিসের গল্প। সিরাকিউস শহরের বিজ্ঞানী আর্কিমিডিসকে (খ্রিস্টপূর্ব ২৮৭-২১২) রাজা আদেশ দেন রাজমুকুটের সোনায় কি পরিমান খাদ আছে, সেটা মুকুট না ভেঙে বলার উপায় জানাতে। সমাধান খুঁজতে গিয়ে গভীরভাবে চিন্তিত আর্কিমিডিস গোসল করতে তার বাথটাবে বসেছিলেন। আমরা সবাই জানি, ভরা চৌবাচ্চায় বসলে কিছু পানি উপচে পড়ে। বিজ্ঞানীর নজরে পানি উপচে পড়ার বিষয়টি এলো। আর এটি দেখেই আর্কিমিডিসের মাথায় ডুকলো ‘প্লবতার সূত্র’।

তিনি বুঝতে পারলেন, পানিতে ডুবন্ত বস্তু তার সমান আয়তনের পানি অপসারিত করে। আর এটাই তার সমস্যাকে সমাধান করে দেবে। এই আইডিয়া মাথায় আসতেই আর্কিমিডিস পড়িমরি করে রাজ দরবারের দিকে দৌড় দিলেন 'ইউরেকা, ইউরেকা, আমি পেয়েছি, আমি পেয়েছি' বলতে বলতে। কোথায় তার গোসল আর কোথায় অন্য চিন্তা! তিনি পুরোই ভুলে গেলেন যে তার গায়ে কোন কাপড় নেই! রাস্তার মানুষ দেখলো বিজ্ঞানীপ্রবর ইউরেকা বলে চেঁচিয়ে দৌড়াচ্ছেন।

একেই বলে 'ইউরেকা মোমেন্ট' বা 'পেয়েছি মুহূর্ত'। অবশ্য আর্কিমিডিসের গল্পটা সত্যি কি-না কেউ নিশ্চিত নয়। তবে বিজ্ঞানের ইতিহাসে এ রকম অনেকবারই ঘটেছে। কোনো একটা সামান্য ঘটনা থেকে সূত্র পেয়ে অন্য কোনো সমস্যার সমাধান পাওয়া অনেকবারই ঘটেছে। এগুলোকে 'ইউরেকা মুহূর্ত' বলে।

 

আলেকজান্ডার ফ্লেমিং

আলেকজান্ডার ফ্লেমিং

আলেকজান্ডার ফ্লেমিং (১৮৮১-১৯৫৫) ১৯২৮ সালে এরকমই এক ইউরেকা মুহূর্তের সাহায্যে পেনিসিলিন আবিষ্কার করেন। অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে শুয়ে মাছির নড়াচড়া পর্যবেক্ষণ করতে করতেই রেনে দেকার্তে (১৫৯৬-১৬৫০) স্থানাঙ্ক জ্যামিতি আবিষ্কার করেন। বিজ্ঞানের ইতিহাসে এরকম বহু বিজ্ঞানীর অনেক ইউরেকা মুহূর্তের গল্প জানা যায়।

আরেকটি মুহূর্ত হলো 'মিলে গেছে মুহূর্ত' বা 'আহা মোমেন্ট'। অনেক সময় ধরে কোনো একটা সমস্যা নিয়ে চিন্তা করতে করতে হঠাৎ মিলে গেলে এই 'মিলে গেছে মুহূর্ত' এসে পড়ে। 'ইউরেকা মোমেন্ট' থেকে 'আহা মোমেন্টে'র পার্থক্য হলো প্রথমটি বড় সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ও বড় আবিষ্কার। পরেরটি খুচরো প্রবলেমের চটজলদি সমাধান। ধরা যাক আপনি একটা জিগ-স বা সুডোকু পাজল নিয়ে মাথা ঘামাচ্ছেন। অনেকক্ষণ ধরেই আপনি চিন্তিত, কিন্তু কিছুতেই মিলছে না। হঠাৎ বুঝে ফেললেন কীভাবে করতে হবে। অবাক করার মতো একটা সূত্র আপনার মাথায় এলো আর অমনি সব সমাধান হয়ে গেল!

পরীক্ষার খাতায়, ভর্তি বা চাকরিযুদ্ধে, মৌখিক পরীক্ষায়, কাজের জায়গায় কোনো সমস্যায় এই 'মিলে গেছে মুহূর্ত' খুব কাজে দেয়। এগুলো এমন নয় যে আপনি ইচ্ছে করলেই চলে আসে। এগুলো কাকতালীয়, স্রেফ ঘটনাক্রম। এদের আগে পরে কোনো কারণ থাকে না। কিন্তু এগুলো খুব কাজের। 'পেয়েছি মুহূর্ত' আর 'মিলে গেছে মুহূর্ত' দুটোই বিজ্ঞান গবেষণায় খুব কাজের। এটা অবশ্য আমাদের মগজেরই একটা বিশেষ বৈশিষ্ট্যের দিকে আলোকপাত করে। খুব চাপের মধ্যে পড়লে মস্তিষ্কের জটিল তড়িৎ রাসায়নিক ক্রিয়া এরকম পরিস্থিতির জন্ম দেয়। কাজেই মনোবিজ্ঞানীরা এটা নিয়ে অনেক গবেষণা করছেন।

  যশোরের আলো
  যশোরের আলো