বুধবার   ২৭ সেপ্টেম্বর ২০২৩   আশ্বিন ১১ ১৪৩০   ১২ রবিউল আউয়াল ১৪৪৫

  যশোরের আলো
৫৭৯৭৬

কেশবপুরে শাহীন চাকলাদারের মনোনয়নের দাবীতে আ.লীগের জনসংযোগ

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২০  

যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে উপ-নির্বাচনে যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের পক্ষে দলীয় মনোনয়নের দাবীতে বিশাল প্রচার মিছিল ও জনসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

১০ ফেব্রুয়ারি (সোমবার) বিকালে উপজেলা ছাত্রলীগের আহবায়ক কাজী আজহারুল ইসলাম মানিকের নেতৃত্বে এ সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়।

এ সময় শহরের প্রধান সড়কগুলি প্রদক্ষিণের সময় উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে শাহীন চাকলাদারের পক্ষে মনোনয়নের দাবী জানানো হয়।

সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর এম এম কলেজ ছাত্রলীগনেতা তুহিন, মামুন, কেশবপুর উপজেলা ছাত্রলীগ নেতা শাহারিয়ার হাবিব, সারাফাত হোসেন সোহান, সবুজ হোসেন সোহাগ, সাইফুল ইসলাম, ত্রিমোহিনী ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, সাগরদাঁড়ী ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক আমিনুর রহমান, বিদ্যানন্দকাটি ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মুস্তাফিজুর রহমান, যুগ্ম-আহ্বায়ক মুন্নাফ হোসেন, হাসানপুর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক সুমন রায় রায়হান, যুগ্ম-আহ্বায়ক মেহেদি হাসান সুমন প্রমুখ।

অপরদিকে উপজেলার মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে উপ-নির্বাচনে যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের পক্ষে আওয়ামী লীগের দলীয় মনোনয়নের দাবীতে সোমবার বিকালে অনুরূপ প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। 
কেশবপুর শহরে উক্ত প্রচার মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মশিয়ার রহমান পিরু, সাধারণ সম্পাদক গাজী গোলাম সরোয়ার, যুগ্ম-সম্পাদক জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, সাবেক ইউপি সদস্য আব্দুস সামাদ, ইউনিয়ন যুবলীগনেতা তরিকুল ইসলাম, শহিদুল ইসলাম বাবু প্রমুখ।

  যশোরের আলো
  যশোরের আলো
এই বিভাগের আরো খবর