রোববার   ১০ ডিসেম্বর ২০২৩   অগ্রাহায়ণ ২৫ ১৪৩০   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৫

  যশোরের আলো
সর্বশেষ:
ভোট পর্যবেক্ষণে বিদেশিদের আবেদনের সময় শেষ আজ নির্বাচন পর্যবেক্ষণ করবে ৯৬ দেশি সংস্থা মিরপুর টেস্টের দ্বিতীয় দিন শুরুর আগে বৃষ্টি সৌদির সঙ্গে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল অপারেশন চুক্তি স্বাক্ষর দেশের বাজারে কমেছে সোনার দাম রাষ্ট্রপতির কাছে তিন দেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ বিশ্বের ১০০ ক্ষমতাধর নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৩ ডিসেম্বর মেট্রোরেলের আরও দুটি স্টেশন চালু হতে যাচ্ছে দ্বিতীয় দফায় ইসির নিবন্ধন পেল ২৯ পর্যবেক্ষক সংস্থা আ.লীগ ও দলীয় স্বতন্ত্র প্রার্থীরা মুখোমুখি
২৫

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন নরকিয়া-মাগালা

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৩  

ঠিক যেন ৪ বছর আগের স্মৃতিই ফিরে এল আনরিখ নরকিয়ার জীবনে। ২০১৯ বিশ্বকাপের আগেও আচমকা ইনজুরিতে বাদ পড়েছিলেন তিনি। এবার ২০২৩ বিশ্বকাপটাও মিস করবেন দক্ষিণ আফ্রিকার এই পেস বোলার। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ চলাকালেই কোমরের ব্যাথা ধরা পড়ে তার। আজ বৃহস্পতিবার নিশ্চিত হল, ভারতের ফ্লাইট ধরা হচ্ছেনা তার।

তবে শুধু নরকিয়াই না, ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন সিসান্দা মালাগাও। হাঁটুর চোটে পড়ে ভুগছিলেন তিনি। ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচেই চোট পেয়েছেন। তাতেই শেষ পর্যন্ত নির্ধারিত হয়েছে ভাগ্য। 

দুই ক্রিকেটারের বাদ পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন কোচ বব ওয়াল্টার, ‘বিশ্বকাপ থেকে বাদ পড়াটা আনরিক এবং সিসান্দার জন্য খুবই দুইঃখজনক ব্যাপার। আমরা তাদের বাদ পড়ার ব্যাপারে সমবেদনা জানাই। সেইসঙ্গে প্রতিযোগিতামূলক ক্রিকেটে তাদের ফিরে আসার চেষ্টায় পূর্ণ সহায়তা করা হবে।’ 

তবে দুই খেলোয়াড় বাদ পড়লে কারা দলে ঢুকবেন, সেটাও নিশ্চিত করা হয়েছে এরইমাঝে। নরকিয়া এবং মালাগার বদলে প্রোটিয়াদের বিশ্বকাপ দলে আসছেন অ্যানডাইল ফেলুকায়ো এবং লিজাড উইলিয়ামস। দুজনেই সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়া সিরিজে দক্ষিণ আফ্রিকান দলের অংশ ছিলেন।

  যশোরের আলো
  যশোরের আলো
এই বিভাগের আরো খবর