মঙ্গলবার   ০৫ ডিসেম্বর ২০২৩   অগ্রাহায়ণ ২০ ১৪৩০   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৫

  যশোরের আলো
সর্বশেষ:
জিডিপিতে বস্ত্র খাতের অবদান ১৩ শতাংশ : প্রধানমন্ত্রী সারা দেশে ১৫৪ প্লাটুন বিজিবি মোতায়েন নড়াইলের চারণকবি বিজয় সরকারের ৩৮তম মৃত্যুবার্ষিকী আজ নভেম্বরে দেশে রেমিট্যান্স এসেছে ২১ হাজার ১৮১ কোটি টাকা দেশের নির্বাচনি পরিস্থিতি পর্যবেক্ষণ করবে ইইউ তারেক জিয়ার নেতৃত্বে এখন আগুন সন্ত্রাস চলছে : তথ্যমন্ত্রী মনোনয়নপত্র যাচাই-বাছাই: বাতিল ২৭৫, স্থগিত ২৩ বাংলাদেশ মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত
২১২২

বড়দিনের আপনার বাড়ির আলোকসজ্জা

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০১৮  

দেখতে দেখতে চলে এলো ডিসেম্ভর মাস। আর ডিসেম্ভর মানেই বড়দিন। বড়দিনে সব করবেন আর বাড়িতে আলোকসজ্জা হবে না তা কেমন করে হয়। বড়দিনের গৃহ সজ্জার প্রধান উপকরনই হচ্ছে আলো। সুন্দর সুন্দর আলোর খেলা না হলে আর সৌন্দর্য তো ফুটেই উঠবে না। তবে বড়দিনে আলোকসজ্জা মানেই কিন্তু বিয়ে বাড়ির মতো সারা বাড়ি লাইটিং করা নয়। ছোট ছোট কিছু ডেকোরেশন পিস দিয়েই আপনি আপনার বাড়ির সৌন্দর্য কয়েকগুণ বাড়িয়ে তুলতে পারবেন। এক্ষেত্রে থাকতে হবে আপনার রুচির ছোঁয়া।

 

এটা মনে করার কোনো কারণ নেই যে বড়দিনে আলোকসজ্জা করতে গেলে আপনাকে অনেক টাকা খরচ করতে হবে, তেমনটা কিন্তু না। আপনার ঘরে পরে থাকা অনেক কিছু দিয়েই আপনি তৈরি করে নিতে পারবে লাইটিং ডেকো-পিস। আসুন তাহলে জেনে নেই খুব কম ঝামেলায় কীভাবে করবেন এবারে বড়দিনের আলোকসজ্জা।

১. বাড়িতে নিশ্চই অনেক পুরনো কাঁচের জার আছে। সেগুলো পরিষ্কার করে ভিতরে মরিচা বাতি ভরে দিন। কর্নার টেবিলে অথবা ফ্লোরে রাখতে পারেন এই একটি জিনিস আপনার ঘরের অনেক পরিবর্তন এনে দিবে।

২. কাগজ দিয়ে তৈরি করে ফেলুন ছোট বড় স্টার। তারপর ঝুলিয়ে দিন বসার রুমে, বারান্দায়, অথবা দরজার সামনে।

৩. বাড়িতে থাকা মসলা যেমন দারুচিনি, তেজপাতা, রোজমেরি অথবা কমলা, লেবুর খোসা মুড়িয়ে বেঁধে দিতে পারেন মোমবাতির সাথে। তাহলে আপনাকে আর ঘরের মাঝে আলাদাভাবে এয়ার ফ্রেস্নার ব্যবহার করতে হবে না। ঘরে সুগন্ধ ছড়াতে থাকবে।

৪. ডাইং টেবিলে ক্যান্ডেলভাসে ফুল ও মোম দিয়ে সজিয়ে রাখতে পারেন। এতে আপনার ডাইং টেবিলের লুকটাই বদলে যাবে।

৫. বাড়িতে পুরনো কাঁচের বোতল থাকলে সেটা মাঝ থেকে কেটে উপরের দিকটা কোণের মতো ঝুলিয়ে দিন লাইট দিয়ে। ঘরের এক কর্ণারে ছোট ঝাড়বাতির কাজ করবে।

  যশোরের আলো
  যশোরের আলো
এই বিভাগের আরো খবর