সোমবার   ০২ অক্টোবর ২০২৩   আশ্বিন ১৬ ১৪৩০   ১৭ রবিউল আউয়াল ১৪৪৫

  যশোরের আলো
সর্বশেষ:
যশোরে আমনের সবুজ ধানক্ষেতে স্বপ্ন বুনছেন কৃষকরা চৌগাছায় পেঁয়াজ বীজ পেলেন ১৭০ কৃষক রেল নেটওয়ার্কে যুক্ত হচ্ছে কক্সবাজার ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর ১৫০ কোটি ডলার ঋণ দিচ্ছে জাপান চুক্তি স্বাক্ষর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার কোনো যৌক্তিকতা নেই
১৫৩৩

‘ভোরবেলা জানতে পারি আমাদের দোকান পুড়ে ছাই’

প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৩  

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুনে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। হাজার হাজার ব্যবসায়ী মূলধন হারিয়েছেন। প্রায় ৩০ বছর আগে ঢালিউড কুইন অপু বিশ্বাসের পরিবারেও এমন শোকের দিন নেমে এসেছিল।

সেই অতীত স্মরণ করেছেন অপু বিশ্বাস। সোশ্যাল মিডিয়ায় এক স্ট্যাটাসে তিনি লেখেন, ১৯৯৫ সাল, তখন আমি অনেক ছোট। আগুন, পুড়ে যাওয়া কিছুই বুঝি না। শুধু একদিন দেখলাম মা-বাবা, কাকা, দিদি সবাই কান্না করছিল; বলছিল আমাদের সব শেষ।

অপু আরো লেখেন, বগুড়া নিউ মার্কেটে আমাদের দুটি দোকান ছিল। পরদিন ঈদ। বাবা, কাকা চাঁদরাতে দোকানদারী শেষ করে বাসায় এসে ঘুমাচ্ছিল। ভোরবেলা তারা জানতে পারে, তাদের দুটি দোকানসহ পুরো নিউ মার্কেট পুড়ে ছাই হয়ে গেছে। তখন বুঝিনি আমাদের ওপর দিয়ে কি গেছে! কিন্তু আজ বুঝতে পারছি, বঙ্গবাজারে ব্যবসায়ী পরিবারের ওপর দিয়ে কি যাচ্ছে।

অপু বিশ্বাসের ভাষ্য, এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা আর কখনও যেন কোনো পরিবারের ওপরে না আসে। উপরওয়ালা সহায় হোন।

  যশোরের আলো
  যশোরের আলো
এই বিভাগের আরো খবর