শনিবার   ১০ জুন ২০২৩   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩০   ২১ জ্বিলকদ ১৪৪৪

  যশোরের আলো
সর্বশেষ:
লোডশেডিং কমাতে বাড়ছে বিদ্যুৎ আমদানি ও উৎপাদন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষা ব্যবস্থা পিছিয়ে থাকবে না স্কুলে গিয়ে ৬১ বছর আগের বকেয়া বেতন পরিশোধ করলেন সোহরাব যশোরে পাওয়া যাচ্ছে না চার্জার ফ্যান প্রথমবারের মতো টাকায় বিদেশি ঋণ পরিশোধ
৩৯২

টিফিনের টাকা বাঁচিয়ে দেশজুড়ে গাছ লাগাচ্ছে লাল-সবুজ উন্নয়ন সংঘ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৮ জুন ২০২১  

টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ প্রতি বছর দেশজুড়ে এক লাখ বৃক্ষ রোপণ করে। এবারও এ কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি। এই কর্মসূচিতে গতকাল সংগঠনটি বৃক্ষ রোপণ করেছে যশোরের মণিরামপুরে।  

যশোরের মনিরামপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গাছের চারা রোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেছে টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ।

অনুষ্ঠানে লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শিকদার মতিয়ার রহমান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার দাশ, সিনিয়র শিক্ষক কার্তিক কুমার হালদার প্রমুখ।

সংগঠনের মনিরামপুর শাখার সভাপতি মারিয়া সুলতানা হিরার পরিচালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক গৌরব সাহা, সাংগঠনিক সম্পাদক অভি হাসান প্রমুখ।

  যশোরের আলো
  যশোরের আলো
এই বিভাগের আরো খবর