শুক্রবার   ২২ সেপ্টেম্বর ২০২৩   আশ্বিন ৬ ১৪৩০   ০৬ রবিউল আউয়াল ১৪৪৫

  যশোরের আলো
১৫১

চৌগাছায় ১০০ পরিবারে ঈদ সামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২২  

যশোরের চৌগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে ১০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার বিভিন্ন গ্রামের দরিদ্র মানুষের মাঝে এই সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা পেটভরা আবাসন প্রকল্পে গিয়ে সেখানকার ২৫ পরিবারের মধ্যে এই ঈদ সামগ্রী বিতরণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার। এসময় তার সাথে ছিলেন হাসপাতালের অজ্ঞান বিশেষজ্ঞ ডা. তুহিন, ডা. আকিব হোসেন, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এবং নারায়ণপুর ইউপির পেটভরা ওয়ার্ডের ইউপি সদস্য শামীম রেজা।
 
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার বলেন, নির্দেশনা অনুযায়ী প্রতি পরিবারে এক কেজি পোলাও চাল ৫০০ গ্রাম মসুর ডাল, ৫০০ গ্রাম সয়াবিন তেল, এক কেজি চিনি, এক প্যাকেট সেমাই এবং এক কেজি করে আলু বিতরণ করা হয়েছে।

  যশোরের আলো
  যশোরের আলো
এই বিভাগের আরো খবর