সোমবার   ০২ অক্টোবর ২০২৩   আশ্বিন ১৬ ১৪৩০   ১৭ রবিউল আউয়াল ১৪৪৫

  যশোরের আলো
সর্বশেষ:
যশোরে আমনের সবুজ ধানক্ষেতে স্বপ্ন বুনছেন কৃষকরা চৌগাছায় পেঁয়াজ বীজ পেলেন ১৭০ কৃষক রেল নেটওয়ার্কে যুক্ত হচ্ছে কক্সবাজার ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর ১৫০ কোটি ডলার ঋণ দিচ্ছে জাপান চুক্তি স্বাক্ষর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার কোনো যৌক্তিকতা নেই
২৫৪

অভয়নগরে ৬৫ চুল্লি গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭ আগস্ট ২০২১  

যশোর জেলার অভয়নগর উপজেলায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির অভিযোগে ৬৫টি চুল্লি গুড়িয়ে ফেলানো হয়েছে।

সোমবার (১৬ আগষ্ট) থেকে অভিযান চালিয়ে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা এসব অবৈধ চুল্লি ভেঙে ফেলেন। 

পরিবেশ অধিদপ্তরের খুলনার বিভাগীয় উপপরিচালক মাশরূবা ফেরদৌস এ অভিযানের নেতৃত্ব দেন। উপজেলার সিদ্দিপাশা ইউনিয়নের ধুলগ্রামে অবৈধভাবে গড়ে ওঠা কাঠ পুঁড়িয়ে কয়লা তৈরির এসব কারখানায় অভিযান চালিয়ে ৬৫টি চুল্লি ভেঙে ফেলা হয়। 

এলাকাবাসী জানান, কতিপয় অসাধু ব্যবসায়ীর গড়ে তোলা চুল্লি দিয়ে কাঠ পোড়ানোর কারণে এলাকায় কালো ধোঁয়ার সৃষ্টি হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, পরিবেশের ক্ষতি করে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার সিদ্দিপাশা ইউনিয়নের ভৈরব নদ তীরবর্তী ধুলগ্রামে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে অবৈধ চুল্লি কারখানার মালিকেরা পালিয়ে যায়।

পরিবেশ অধিদপ্তরের অভিযান চলাকালে আরও উপস্থিত ছিলেন যশোর পরিবেশ অধিদপ্তরের ইন্সপেক্টর শরিফুল ইসলাম, সাব ইন্সপেক্টর আকরাম হোসেন, নওয়াপাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার খান এহসান উল আলম প্রমুখ।

  যশোরের আলো
  যশোরের আলো
এই বিভাগের আরো খবর