মঙ্গলবার   ০৫ ডিসেম্বর ২০২৩   অগ্রাহায়ণ ২০ ১৪৩০   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৫

  যশোরের আলো
সর্বশেষ:
জিডিপিতে বস্ত্র খাতের অবদান ১৩ শতাংশ : প্রধানমন্ত্রী সারা দেশে ১৫৪ প্লাটুন বিজিবি মোতায়েন নড়াইলের চারণকবি বিজয় সরকারের ৩৮তম মৃত্যুবার্ষিকী আজ নভেম্বরে দেশে রেমিট্যান্স এসেছে ২১ হাজার ১৮১ কোটি টাকা দেশের নির্বাচনি পরিস্থিতি পর্যবেক্ষণ করবে ইইউ তারেক জিয়ার নেতৃত্বে এখন আগুন সন্ত্রাস চলছে : তথ্যমন্ত্রী মনোনয়নপত্র যাচাই-বাছাই: বাতিল ২৭৫, স্থগিত ২৩ বাংলাদেশ মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত
৯১

একসঙ্গে ৫ মডেলের আইফোন আনছে অ্যাপল

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৩  

নতুন আইফোন নিয়ে অ্যাপলপ্রেমীদের ঘুম নেই। আর বেশি দেরি নেই, দুই দিন পরই আসছে আইফোন ১৫ সিরিজ। এবার অ্যাপল একসঙ্গে ৫ আইফোন আনছে বাজারে। যেগুলো হবে আগেরগুলো থেকে অনেক উন্নত। অনেক পরিবর্তন থাকছে আইফোনগুলোতে।

অ্যাপল প্রোডাক্ট বিশ্লেষক টিপস্টার মাজিন বু টুইটারে জানিয়েছেন, এবার অ্যাপল ৪টির পরিবর্তে ৫টি আইফোন লঞ্চ করতে পারে। কোম্পানি ৬জিবি র‍্যাম এবং ১টিবি স্টোরেজ সহ আইফোন ১৫ প্রো ম্যাক্স লঞ্চ করতে পারে। এর সঙ্গে ৮জিবি র‍্যাম এবং ২টিবি স্টোরেজ সহ বাজারে আইফোন ১৫ আল্ট্রা লঞ্চ করতে পারে।

অন্যান্য আইফোনের চেয়ে আইফোন ১৫ আল্ট্রা ১০০ ডলার বেশি দামে বিক্রি করতে পারে কোম্পানি। অর্থাৎ এই মডেলটির দাম ৮০০০ থেকে ৯০০০ টাকা বেশি হতে পারে। প্রো এবং আল্ট্রা মডেলগুলোতে অন্যান্য সব স্পেস একই থাকতে পারে। এর আগে লিক হওয়া তথ্যে জানা গিয়েছিল, আইফোন ১৫ প্রো ম্যাক্সের দাম গত বছরের থেকে ২০০ ডলারের বেশি হতে পারে। অর্থাৎ এটি ১৫ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত ব্যয় বেশি হতে পারে।

আইফোন ১৫ সিরিজগুলো বেশ কিছু পরিবর্তন থাকতে পারে। শোনা যাচ্ছে, এই আইফোন সিরিজে ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট থাকতে পারে। অর্থাৎ অ্যান্ড্রয়েড ফোনের চার্জার দিয়েই চার্জ হবে আইফোন ১৫। আইফোন ১৫ প্রো-তে একটি টাইটানিয়াম ফ্রেম ও গোলাকার টপ নচের সঙ্গে আসবে। এখন পর্যন্ত আইফোনে শার্প এজ পাওয়া যাচ্ছে।

আইফোন ১৫ এবং আইফোন ১৫ প্লাস এই ফোন দুটি দিয়েই নচ ডিসপ্লেকে বিদায় জানাতে চলেছে অ্যাপল। তার পরিবর্তে আসছে ডায়নামিক আইল্যান্ড, যা প্রথম বার দেখা গিয়েছিল আইফোন ১৪ প্রো মডেলে। এর ফলে ফোনের ফ্রন্ট-ফেসিং সেন্সর এবং ক্যামেরাগুলো আগের থেকে অনেকটাই কম জায়গা দখল করবে।

  যশোরের আলো
  যশোরের আলো