মঙ্গলবার   ০৫ ডিসেম্বর ২০২৩   অগ্রাহায়ণ ২০ ১৪৩০   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৫

  যশোরের আলো
সর্বশেষ:
জিডিপিতে বস্ত্র খাতের অবদান ১৩ শতাংশ : প্রধানমন্ত্রী সারা দেশে ১৫৪ প্লাটুন বিজিবি মোতায়েন নড়াইলের চারণকবি বিজয় সরকারের ৩৮তম মৃত্যুবার্ষিকী আজ নভেম্বরে দেশে রেমিট্যান্স এসেছে ২১ হাজার ১৮১ কোটি টাকা দেশের নির্বাচনি পরিস্থিতি পর্যবেক্ষণ করবে ইইউ তারেক জিয়ার নেতৃত্বে এখন আগুন সন্ত্রাস চলছে : তথ্যমন্ত্রী মনোনয়নপত্র যাচাই-বাছাই: বাতিল ২৭৫, স্থগিত ২৩ বাংলাদেশ মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত
৯৬

রোলেবল স্মার্টফোন আনছে স্যামসাং

প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২৩  

রোলেবল ডিসপ্লের স্মার্টফোন বাজারজাতের কথা ভাবছে স্যামসাং। নতুন এ ডিসপ্লে স্মার্টফোনের নকশা ও ফাংশনে বৈপ্লবিক পরিবর্তন আনতে যাচ্ছে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

২০২৫ সালের দিকে কোম্পানিটি এ মডেলের বড় উৎপাদনে যাবে বলে জানিয়েছে টেক টিপস্টার রেভেগনাস। নতুন সেলফোনগুলোয় উন্নত আন্ডার প্যানেল ক্যামেরা প্রযুক্তি ও কাটিং-এজ বেজেল-লেস ডিজাইন থাকবে।

স্যামসাংয়ের নতুন এ উদ্ভাবন তাদের আগের স্ক্রিন প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে বলে সূত্রে জানা গেছে। এর আগে ২০২২ সালে কে-ডিসপ্লে ইভেন্টে রোলেবল ডিসপ্লে, ফোল্ডেবল ট্যাবলেটের প্রোটোটাইপ মডেল এবং ফ্লেক্স জি ও ফ্লেক্স এসের মতো মডেলগুলো উপস্থাপন করে।

কোম্পানিটির ট্র্যাক রেকর্ড অনুসারে, রোলেবল স্ক্রিন স্মার্টফোনের যুগে স্যামসাংয়ের প্রবেশ অপ্রত্যাশিত কিছু নয়। চলতি বছরেই ফ্লেক্সিবল ডিসপ্লেতে স্যামসাংয়ের আরেকটি প্রমাণ দেখা গেছে । যুক্তরাষ্ট্রে এসআইডি সপ্তাহে তারা একটি ১২ দশমিক ৪ ইঞ্চির ফ্লেক্সিবল রোলেবল ওএলইডি প্যানেল দেখায়। প্যানেলটি ৪৯ মিলিমিটার থেকে ২৫৪ দশমিক ৪ মিলিমিটার পর্যন্ত প্রসারিত এবং পাঁচ গুণ ভাঁজ করা যায়।

আগের একটি প্রতিবেদন অনুসারে, ২০২৬ সালের মধ্যে একটি ফোল্ডেবল ম্যাকবুক আনার জন্য কাজ করছে অ্যাপল। এ ধরনের উচ্চাভিলাষী ডিজাইনের লক্ষ্যপূরণে ডিসপ্লে প্রযুক্তিতে আরো অগ্রগতি প্রয়োজন। আশার কথা, স্যামস্যাং ও এলজি উভয় ডিসপ্লে থিন ফিল্ম এনক্যাপসুলেশন (টিএফই) এবং আন্ডার প্যানেল ক্যামেরা (ইউপিসি) প্রযুক্তি নিয়ে কাজ করছে।

  যশোরের আলো
  যশোরের আলো