মঙ্গলবার   ০৫ ডিসেম্বর ২০২৩   অগ্রাহায়ণ ২০ ১৪৩০   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৫

  যশোরের আলো
সর্বশেষ:
জিডিপিতে বস্ত্র খাতের অবদান ১৩ শতাংশ : প্রধানমন্ত্রী সারা দেশে ১৫৪ প্লাটুন বিজিবি মোতায়েন নড়াইলের চারণকবি বিজয় সরকারের ৩৮তম মৃত্যুবার্ষিকী আজ নভেম্বরে দেশে রেমিট্যান্স এসেছে ২১ হাজার ১৮১ কোটি টাকা দেশের নির্বাচনি পরিস্থিতি পর্যবেক্ষণ করবে ইইউ তারেক জিয়ার নেতৃত্বে এখন আগুন সন্ত্রাস চলছে : তথ্যমন্ত্রী মনোনয়নপত্র যাচাই-বাছাই: বাতিল ২৭৫, স্থগিত ২৩ বাংলাদেশ মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত
১৩০

ডেঙ্গু প্রতিরোধে বিশেষজ্ঞদের ১০ পরামর্শ

প্রকাশিত: ১১ আগস্ট ২০২৩  

ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যু প্রতিদিনই বাড়ছে। এমন অবস্থায় একটি ঢাকাসহ সারাদেশে ডেঙ্গু প্রতিরোধে ১০টি পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। একটি সেমিনারে দোষারোপের সংস্কৃতি থেকে বের হয়ে জনগণের সম্পৃক্ততা বাড়ানোর ওপর জোর দেন তারা।

বৃহস্পতিবার রাজধানী মহাখালীর নিপসম অডিটোরিয়ামে পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত সেমিনারে এসব পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

তাদের দেওয়া পরামর্শগুলো হলো-

১. ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি।
২. ডেঙ্গু নিয়ন্ত্রণে সাধারণ মানুষের সম্পৃক্ততা বাড়ানো।
৩. পরিস্থিতি মোকাবিলায় কৌশলগত অগ্রাধিকার ঠিক করা।
৪. স্বাস্থ্য ব্যবস্থায় দক্ষতা বাড়ানো।
৫. হাসপাতালে রোগী ব্যবস্থাপনায় সৃজনশীল উদ্যোগ নেয়া।
৬. মশা নিয়ন্ত্রণে সমন্বিত ব্যবস্থাপনা চালু করা।
৭. মশারি বিতরণ।
৮. মশার ওপর নিয়মিত নজরদারি করা।
৯. ডেঙ্গু নিয়ন্ত্রণে গোটা সরকার ব্যবস্থার সম্পৃক্ততা ও
১০. জোরালো তদারকি ও নিয়মিত কাজের মূল্যায়ন।

স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক নাজমুল ইসলাম বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে দোষারোপের সংস্কৃতি থেকে বের হয়ে এসে জনগণের সম্পৃক্ততা বাড়তে হবে। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭৮ হাজার রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর বাইরে সারাদেশে পাঁচগুণের বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত। তাদের শনাক্ত করে চিকিৎসা নিশ্চিত করা জরুরি।

তিনি আরো বলেন, প্রতিবেশী দেশগুলো যেভাবে ডেঙ্গু নিয়ন্ত্রণে সফল হয়েছে, সেই ধারণা নিয়ে কাজ করতে হবে। এছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণে জনগণের অংশগ্রহণ বাড়াতে হবে।

সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন- স্বাস্থ্য অধিদফতরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. সানিয়া তাহমিনা ও জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) কীটতত্ত্ব বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. গোলাম সারোয়ার।

  যশোরের আলো
  যশোরের আলো