মঙ্গলবার   ০৫ ডিসেম্বর ২০২৩   অগ্রাহায়ণ ২০ ১৪৩০   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৫

  যশোরের আলো
সর্বশেষ:
জিডিপিতে বস্ত্র খাতের অবদান ১৩ শতাংশ : প্রধানমন্ত্রী সারা দেশে ১৫৪ প্লাটুন বিজিবি মোতায়েন নড়াইলের চারণকবি বিজয় সরকারের ৩৮তম মৃত্যুবার্ষিকী আজ নভেম্বরে দেশে রেমিট্যান্স এসেছে ২১ হাজার ১৮১ কোটি টাকা দেশের নির্বাচনি পরিস্থিতি পর্যবেক্ষণ করবে ইইউ তারেক জিয়ার নেতৃত্বে এখন আগুন সন্ত্রাস চলছে : তথ্যমন্ত্রী মনোনয়নপত্র যাচাই-বাছাই: বাতিল ২৭৫, স্থগিত ২৩ বাংলাদেশ মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত
৩৭

বিয়েতে রাঘবকে কী উপহার দিয়েছেন পরিণীতি?

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৩  

বেশ ঘটা করেই বিয়ে করেছেন আম আদমি পার্টির সাংসদ রাঘব চড্ডা ও অভিনেত্রী পরিণীতি চোপড়া। গত রবিবার রাজস্থানের উদয়পুরে লেক পিচোলার ধারে সাত পাকে বাঁধা পড়েন এই যুগল। বিয়েতে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য রাঘব-পরিণীতির কাছের বন্ধুরা। না করার পরও এ নবদম্পতি কাছের মানুষদের কাছ থেকে নানা উপহার পেয়েছেন। তবে নতুন জীবনের শুরুতে স্বামী রাঘবকে কী উপহার দিয়েছেন পরিণীতি?

রাঘবের জন্য পরিণীতির উপহার ছিল ‘এক্সক্লুসিভ’, যা কোনো দোকান থেকে কেনা নয়! 

ঘনিষ্ঠ সূত্রের খবর, বিয়েতে রাঘবের জন্য নিজেই একটি গান রেকর্ড করেছেন পরিণীতি। এ যুগলের বিয়ের অনুষ্ঠানের ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে বেজেছিল ‘ও পিয়া’ নামে সেই গানটি। 

এদিকে এই প্রথম নয়, পরিণীতি আগেও গান গেয়েছেন। নিজের ‘মেরি প্যারি বিন্দু’ ছবিতে এক জন উঠতি গায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ওই ছবিতে গানও গেয়েছিলেন অভিনেত্রী।

এর আগে গত শনিবার থেকে শুরু হয়েছিল বিয়ের অনুষ্ঠান। গায়ে হলুদ, মেহেহি থেকে নব্বইয়ের দশকের আদলে সঙ্গীতের অনুষ্ঠান— কোনও কিছুই বাদ রাখেননি রাঘব-পরিণীতি। রবিবার চূড়া ও সেহরাবন্দি সেরিমনির পরে একে অপরের হাত ধরে সাত পাক ঘুরেছেন তারা। 

এদিকে উদয়পুরে বিয়ে সেরে দিল্লিতে শ্বশুরবাড়ি ফিরেছেন পরিণীতি। নতুন খবর—আপাতত রাজধানীতে রাঘবের বাংলোতেই থাকছেন তিনি। বিয়ের পর এখনই মধুচন্দ্রিমার কোনো পরিকল্পনাও নাকি নেই এ যুগলের। তবে প্রীতিভোজের অনুষ্ঠানে কোনও কমতি রাখতে চান না তারা।

  যশোরের আলো
  যশোরের আলো
এই বিভাগের আরো খবর