শনিবার   ১০ জুন ২০২৩   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩০   ২০ জ্বিলকদ ১৪৪৪

  যশোরের আলো
সর্বশেষ:
লোডশেডিং কমাতে বাড়ছে বিদ্যুৎ আমদানি ও উৎপাদন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষা ব্যবস্থা পিছিয়ে থাকবে না স্কুলে গিয়ে ৬১ বছর আগের বকেয়া বেতন পরিশোধ করলেন সোহরাব যশোরে পাওয়া যাচ্ছে না চার্জার ফ্যান প্রথমবারের মতো টাকায় বিদেশি ঋণ পরিশোধ
৪৩১৭

যশোরের নকশী কাঁথা

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৮  

নকশী কাঁথার কথা মনে পড়লেই চোখের সামনে ভেসে ওঠে একটি নারীর অবয়ব। হাতে তার সুঁই সুতা। যে কিনা আপন মনে সেলাই করছে। এমন চিত্র দেশের সর্বত্র এখন বিরল। তবুও যশোরের বিভিন্ন এলাকায় এখনো চোখে পড়ে দূলর্ভ চিত্র।

শুধু সাময়িক অর্থনৈতিক মুক্তি নয়, এই শিল্পের মাধ্যমে অনেক পরিবার জীবিকা নির্বাহ করছে। পরিসংখ্যান বলে যশোরের প্রায় ৩শ পরিবার এর সঙ্গে জড়িত।

২০ গজের একটা নকশী কাঁথা তৈরিতে ২০ দিন থেকে ১ মাস লেগে যায়। কাঁথা প্রতি মজুরি পাওয়া যায় হাজার দু’য়েক টাকা। শুধু দেশীয় প্রতিষ্ঠানই নয়, এর চাহিদা রয়েছে ইউরোপ-আমেরিকা পর্যন্ত। সেখানে বিক্রয় হয় চড়া মূল্যে। সঙ্গে পৌছে যায় দেশীয় ঐতিহ্য, যশোরের বুনন শিল্প। স্থানীয় বাজারে এই কাঁথা বিক্রয় হয় চার থেকে পাঁচ হাজার টাকায়।

নকশী কাঁথার গতরজুড়ে ফুটে ওঠে হরেক রঙ্গের ফুল, পাখি, সাম্পান, হাতি, ঘোরা, বর-বধূ, পালকি সহ বাংলার ইতিহাস ও  ঐতিহ্যের নানা অনুষঙ্গ।  প্রায় সাতশ বছর ধরে এই অঞ্চলের মানুষ পর্যায়ক্রমে নকশী কাঁথার সঙ্গে  জড়িত। এতে শুধু খ্যাতি অর্জনই হয়নি বরং সমৃদ্ধ হয়েছে আমাদের বস্ত্রশিল্পকে।

  যশোরের আলো
  যশোরের আলো
এই বিভাগের আরো খবর