শনিবার   ০২ ডিসেম্বর ২০২৩   অগ্রাহায়ণ ১৭ ১৪৩০   ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৫

  যশোরের আলো
সর্বশেষ:
নির্বাচন নিয়ে দেশি-বিদেশি নানা রকমের ষড়যন্ত্র চলছে’ যশোর-৪ আসন : আওয়ামী মনোনীত প্রার্থী এনামুল হকের বর্ধিত সভা নড়াইল-২ : মাশরাফির মনোনয়নপত্র জমা রোববার থেকে ফের ৪৮ ঘণ্টার অবরোধ বিএনপির ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, পদ সংখ্যা ৩১৪০ যশোর-৩ আসন : মনোনয়নপত্র জমা দিলেন এমপি নাবিল আহমেদ বাংলাদেশে মুক্তি পাচ্ছে না ‘অ্যানিমেল’
৪৬৮৭

যশোরের নকশী কাঁথা

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৮  

নকশী কাঁথার কথা মনে পড়লেই চোখের সামনে ভেসে ওঠে একটি নারীর অবয়ব। হাতে তার সুঁই সুতা। যে কিনা আপন মনে সেলাই করছে। এমন চিত্র দেশের সর্বত্র এখন বিরল। তবুও যশোরের বিভিন্ন এলাকায় এখনো চোখে পড়ে দূলর্ভ চিত্র।

শুধু সাময়িক অর্থনৈতিক মুক্তি নয়, এই শিল্পের মাধ্যমে অনেক পরিবার জীবিকা নির্বাহ করছে। পরিসংখ্যান বলে যশোরের প্রায় ৩শ পরিবার এর সঙ্গে জড়িত।

২০ গজের একটা নকশী কাঁথা তৈরিতে ২০ দিন থেকে ১ মাস লেগে যায়। কাঁথা প্রতি মজুরি পাওয়া যায় হাজার দু’য়েক টাকা। শুধু দেশীয় প্রতিষ্ঠানই নয়, এর চাহিদা রয়েছে ইউরোপ-আমেরিকা পর্যন্ত। সেখানে বিক্রয় হয় চড়া মূল্যে। সঙ্গে পৌছে যায় দেশীয় ঐতিহ্য, যশোরের বুনন শিল্প। স্থানীয় বাজারে এই কাঁথা বিক্রয় হয় চার থেকে পাঁচ হাজার টাকায়।

নকশী কাঁথার গতরজুড়ে ফুটে ওঠে হরেক রঙ্গের ফুল, পাখি, সাম্পান, হাতি, ঘোরা, বর-বধূ, পালকি সহ বাংলার ইতিহাস ও  ঐতিহ্যের নানা অনুষঙ্গ।  প্রায় সাতশ বছর ধরে এই অঞ্চলের মানুষ পর্যায়ক্রমে নকশী কাঁথার সঙ্গে  জড়িত। এতে শুধু খ্যাতি অর্জনই হয়নি বরং সমৃদ্ধ হয়েছে আমাদের বস্ত্রশিল্পকে।

  যশোরের আলো
  যশোরের আলো
এই বিভাগের আরো খবর