মঙ্গলবার   ০৫ ডিসেম্বর ২০২৩   অগ্রাহায়ণ ২০ ১৪৩০   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৫

  যশোরের আলো
সর্বশেষ:
জিডিপিতে বস্ত্র খাতের অবদান ১৩ শতাংশ : প্রধানমন্ত্রী সারা দেশে ১৫৪ প্লাটুন বিজিবি মোতায়েন নড়াইলের চারণকবি বিজয় সরকারের ৩৮তম মৃত্যুবার্ষিকী আজ নভেম্বরে দেশে রেমিট্যান্স এসেছে ২১ হাজার ১৮১ কোটি টাকা দেশের নির্বাচনি পরিস্থিতি পর্যবেক্ষণ করবে ইইউ তারেক জিয়ার নেতৃত্বে এখন আগুন সন্ত্রাস চলছে : তথ্যমন্ত্রী মনোনয়নপত্র যাচাই-বাছাই: বাতিল ২৭৫, স্থগিত ২৩ বাংলাদেশ মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত
১৫৬৩

দেশের বাজারে শাওমির নতুন ফোন, কম দামে চমক!

বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক:

প্রকাশিত: ১ এপ্রিল ২০১৯  

দেশের বাজারে নতুন দু'টি ডিভাইস আনলো চীনা স্মার্টফোন ব্র্যান্ড শাওমি। ৪৮ মেগাপিক্সেল ক্যামেরার রেডমি নোট ৭ এবং রেডমি ৭ নামের ডিভাইসগুলো দেশের বাজারে রোববার উন্মোচন করলেও পাওয়া যাবে ৪ এপ্রিল থেকে।

যা আছে রেডমি নোট ৭-এ

সম্প্রতি নতুন ব্যান্ডের তকমা পেয়েছিল রেডমি। এরপর দেশের বাজারে এই প্রথম রেডমি স্মার্টফোন লঞ্চ হল। রেডমি নোট ৭ ফোনের প্রধান আকর্ষণ ফোনের পেছনে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা। হ্যাঁ, এই ফোনের পেছনে ডুয়াল ক্যামেরায় থাকছে একটি ৪৮ মেগাপিক্সেল সনি সেন্সর। এছাড়াও রেডমি নোট ৭ ফোনে থাকছে স্ন্যাপড্রাগন ৬৬০ চিপসেট আর ৪ হাজার এমএএইচ ব্যাটারি। আর দাম? রেডমি নোট ৭-এর ৩ গিগাবাইট র‌্যাম ও ৩২ গিগাবাইট রম সংস্করণের দাম ১৭ হাজার ৯৯৯ টাকা, ৪ গিগাবাইট র‌্যাম ও ৬৪ গিগাবাইট রম সংস্করণের দাম ১৯ হাজার ৯৯৯ এবং ৪ গিগাবাইট র‌্যাম ও ১২৮ গিগাবাইট রম সংস্করণের দাম ২১ হাজার ৯৯৯ টাকা। 

রেডমি ৭ এ যা আছে

ফোনটির পেছনে রয়েছে ডুয়েল ক্যামেরা ও ফ্ল্যাশ। এছাড়া রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটিতে রয়েছে ৬.২৬ ইঞ্চি এইচডি+ ডপ ড্রপ ডিসপ্লে। সঙ্গে চারদিকে বাঁকানো গ্ল্যাডিয়েন্ট ডিজাইনের সঙ্গে অল্প পরিমাণ বেজেল। ১৯:৯ অনুপাতের বিশাল এলসিডি ডিসপ্লে গ্রাহকদের অসাধারণ গেইমিং এবং ভিডিও দেখার অভিজ্ঞতা দেবে বলে দাবি করছে শাওমি। চাইলে ব্যবহার করা যাবে মাইক্রো এসডি কার্ড। ছবি তোলার জন্য পেছনে ১২ মেগাপিক্সেল মেগাপিক্সেলের দুইটি ক্যামেরা ও এলইডি ফ্ল্যাশ তো থাকছেই। রেডমি ৭-এর ২ গিগাবাইট র‌্যাম ও ১৬ গিগাবাইট রম সংস্করণের দাম ১১ হাজার ৯৯৯ টাকা, ৩ গিগাবাইট র‌্যাম ও ৩২ গিগাবাইট রম সংস্করণের দাম ১৩ হাজার ৯৯৯ টাকা।

  যশোরের আলো
  যশোরের আলো