শনিবার   ০২ ডিসেম্বর ২০২৩   অগ্রাহায়ণ ১৭ ১৪৩০   ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৫

  যশোরের আলো
সর্বশেষ:
নির্বাচন নিয়ে দেশি-বিদেশি নানা রকমের ষড়যন্ত্র চলছে’ যশোর-৪ আসন : আওয়ামী মনোনীত প্রার্থী এনামুল হকের বর্ধিত সভা নড়াইল-২ : মাশরাফির মনোনয়নপত্র জমা রোববার থেকে ফের ৪৮ ঘণ্টার অবরোধ বিএনপির ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, পদ সংখ্যা ৩১৪০ যশোর-৩ আসন : মনোনয়নপত্র জমা দিলেন এমপি নাবিল আহমেদ বাংলাদেশে মুক্তি পাচ্ছে না ‘অ্যানিমেল’
৭৫

যশোরে নারীসহ ১০ ডাকাত সদস্য গ্রেফতার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২২  

যশোর সদর ও বাঘারপাড়ার কয়েক স্থানে ডাকাতির ঘটনায় জড়িত অভিযোগে একজন নারীসহ ১০ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় লুণ্ঠিত মালামাল, ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্রসহ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বুধবার (৩০ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন করে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রূপণ কুমার সরকার এ তথ্য জানান।

তিনি বলেন, জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের দিক নির্দেশনায় ডিবি পুলিশের তত্ত্বাবধানে যশোর জেলার আইনশৃঙ্খলা উন্নয়ন, চুরি-ডাকাতি রোধে জেলা গোয়েন্দা শাখার টিম প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছে। তারই ধারাবাহিকতায় বাঘারপাড়া, যশোর কোতোয়ালি, অভয়নগর, মনিরামপুর এলাকায় একাধিক ডাকাতির ঘটনায় মাঠে নামে ডিবি পুলিশের একাধিক টিম।

তিনি আরও বলেন, গত ১৮ অক্টোবর রাতে বাঘারপাড়া উপজেলার করিমপুর গ্রামের জনৈক আরাফাতের বাড়িতে ডাকাতি হলে সে ঘটনার সূত্র ধরে ডিবির পুলিশ পরিদর্শক শহিদুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস টিম মঙ্গলবার (২৯ নভেম্বর) রাত থেকে বুধবার ভোর পর্যন্ত গোপালগঞ্জের কাশিয়ানী, নড়াইলের লোহাগড়া, খুলনার তেরখাদা ও যশোর শহরতলীর ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। একই সঙ্গে তাদের কাছ থেকে নগদ ২২ হাজার টাকা, চার ভরি ১১ আনা স্বর্ণের গহনা, একটি মোটরসাইকেল, ডাকাতি কাজে ব্যবহৃত মাস্টার চাবি, গাছি দা, দা, রড, খেলনা পিস্তল, মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, খুলনার তেরখাদা উপজেলার আদমপুর এলাকার মিরাজ শেখের স্ত্রী আফরোজা (৩২), নড়াইলের লোহাগড়া উপজেলার কুমড়ি গ্রামের জহুর মোল্লা ছেলে আরজ আলী (৪৫), গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার তালতলা গুচ্ছ গ্রামের বাবু শেখের ছেলে তারিকুল ইসলাম (৩২), নড়াইলের নড়াগাতি থানার চালনা গ্রামের ওহিদুল মোল্লার ছেলে নাদিম মাহমুদ (২৭), তেরখাদা উপজেলার নলিয়ারচর গ্রামের কলিন মোল্লার ছেলে ওহিদ মোল্লা (৪০), কালিয়া উপজেলার জোকার চর গ্রামের আক্তার সরদারের ছেলে রুবেল সরদার (৩৪), কাশিয়ানী উপজেলার ফলসি পশ্চিমপাড়ার আব্দুর রহমান কাজীর ছেলে সবুজ কাজী (৩৬), একই উপজেলার ফলসি চরপাড়া গ্রামের আব্দুল গফফার সরদারের ছেলে বোরহান সরদার(৩৫), কালিয়া থানার জোকার চর এলাকার হেমায়েত শেখের ছেলে শাহ আলী বাবু (৩৮) ও তেরোখাদা উপজেলার নলিয়ারচর এলাকার মুকুল বিশ্বাসের ছেলে সুনাম বিশ্বাস (৩২)।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রূপণ কুমার সরকার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাঘারপাড়া ও কোতোয়ালি থানার তপস্বীডাঙ্গায় সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত থাকার বিষয়ে তথ্যপ্রমাণ পাওয়া গেছে। আটক আসামিদের বিরুদ্ধে একাধিক খুনসহ ডাকাতি ও চুরির মামলা রয়েছে। সে মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।

  যশোরের আলো
  যশোরের আলো
এই বিভাগের আরো খবর